X

মেডিকেল শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে দেশজুড়ে মানববন্ধন কর্মসূচি

প্ল্যাটফর্ম নিউজ, ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার 

গত ৮ নভেম্বর ২০২০ শাহবাগে আন্দোলনরত নিরীহ, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ এবং পুলিশ দ্বারা নারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন মেডিকেল এসোসিয়েশনের শিক্ষার্থীরা।

এরই মধ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল কলেজ এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ এর শিক্ষার্থীবৃন্দ, রংপুর মেডিকেল এন্ড ডেন্টাল কলেজের শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশন, ফরিদপুর এর শিক্ষার্থীবৃন্দ।

মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশন, কুমিল্লা এর শিক্ষার্থীবৃন্দ।

আই. এ. এইচ. এস (ইউ. এস. টি সি) এর শিক্ষার্থীবৃন্দ ও বিবিএমএইচ (ইউ. এস. টি সি) এর ইন্টার্ন চিকিৎসকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থী এবং চিকিৎসকেরা
এই নেক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে বিচার এর দাবি জানান।

সেশনজট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষ ও বেসরকারি মেডিকেল কলেজ এর ৬০ মাসের বেতন নিশ্চিত করা সহ ৪ দফা দাবি নিয়ে বিগত কয়েকদিন অবস্থান কর্মসূচি করেছে ১ম, ২য় ও ৩য় পেশাগত পরীক্ষার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৮ নভেম্বরে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন আকস্মিক ভাবে পুলিশ, শিক্ষার্থীদের উপর হামলা চালায়। শিক্ষার্থীরা জায়গা ছেড়ে দেয়ার পরেও তারা অনবরত লাঠি চার্জ করতে থাকে এবং পুরুষ পুলিশেরা নারী শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

Silvia Mim:
Related Post