X

বেসিক মেডিকেল ল্যাবরেটরি স্কিল ইন মলিকুলার বায়োসায়েন্স সামার প্রোগ্রাম ২০১৮-যুক্তরাজ্য

প্রোগ্রামের ধরনঃ সামার প্রোগ্রাম ২০১৮
শুরু ও ব্যপ্তিঃ ৯ জুলাই ২০১৮, ৬-৮ সপ্তাহ
স্থানঃ শেফিল্ড, সাউথ ইয়র্কশায়ার, যুক্তরাজ্য
আয়োজকঃ দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড
আবেদনের শেষ তারিখঃ ১৫ মে, ২০১৮
কার্যক্রমঃ 
ল্যাবরেটরি স্কিল- সলিউশন ও মিডিয়া প্রিপারেশন, এসেপটিক টেকনিক, মাইক্রোবায়োলজিক্যাল প্রসিডিউর
ওয়ার্কিং উইথ ডিএনএ- পিসিআর, প্লাজমিডস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেস, জেল ইলেক্ট্রোফোরেসিস এবং এক্সট্রাকশন, স্ট্রান্সফরমেশন ও কোয়ান্টিটেশন
ওয়ার্কিং উইথ প্রোটিনস- ইন্ডাকশন, পিউরিফিকেশন, এনালাইসিস, ক্যারেক্টারাইজেশন, বায়োফিজিক্যাল টেকনিকস
জেনেটিক টেকনিকস
সেফটি, রেকর্ড কিপিং, প্ল্যানিং
মেডিকেল ডায়াগনোস্টিকস
এছাড়াও এক্সরে ক্রিস্টালগ্রাফি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ইলেক্ট্রোন মাইক্রোস্কোপি, ও ইম্যিউনোলজি ল্যাবরেটরিসহ সংশ্লিষ্ট বিভাগের সকল ল্যাবরেটরি পর্যবেক্ষণ।
ফান্ডিংঃ সেলফ ফান্ড
বিবরনঃ
দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড যুক্তরাজ্যের দক্ষিন ইয়র্কশায়ারে অবস্থিত দেশটির সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম এবং প্রখ্যাত রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটির অন্যতম সদস্য। বিশ্ববিদ্যালয়টিতে ৬ জন প্রাক্তন ছাত্রসহ মোট ৭জন নোবেল পুরষ্কার বিজয়ী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্যবাহী প্রাচীন লাল ইটের ভবনে অবস্থিত মলিকুলার বায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধীনে ৬-৮ সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য সামার স্কুল প্রোগ্রাম লাইফ সায়েন্স (মেডিসিন, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়সমূহ) শিক্ষার্থীদের হাতে কলমে ল্যাবরেটরি পদ্ধতি শেখার একটি অপূর্ব সুযোগ। প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীগণ যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানের ৪টি ফ্লোর জুড়ে বিস্তৃত সর্বাধুনিক গবেষণা উপকরণ সমৃদ্ধ ৫০টি আধুনিক গবেষণাগার দেখার সুযোগ পাবেন এবং উপকরণসমূহ ব্যবহারের মাধ্যমে লাইফ সায়েন্সে গবেষণার পথে প্রশিক্ষিত হবেন যা তাদের একাডেমিক এবং গবেষণা কাজে সহায়ক হবে।

সামার প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাজানো যেন লাইফসায়েন্স বিভাগের আন্ডারগ্রাজুয়েন্ট কিংবা পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী কিংবা তরুন শিক্ষকগণ আধুনিক ল্যাবরেটরি পদ্ধতিসমূহ স্বাধীনভাবে ব্যবহারে আত্নবিশ্বাস গড়ে তুলতে পারেন। প্রোগ্রামটি মলিকুলার বায়োলজি সংক্রান্ত নিয়মিত ল্যাবরেটরি পদ্ধতিসমূহ নিয়ে সাজানো। শিক্ষার্থীদের আত্নবিশ্বাস ও দক্ষতা বাড়াতে প্রতিটি পদ্ধতির রিজেন্ট, মিডিয়া ইত্যাদি প্রস্তুতি সহ সকল কাজ নিজ হাতে করানো হয় এবং তাত্ত্বিক বিষয়গুলো ব্যাখ্যার জন্য প্রখ্যাত শিক্ষকগণ তাদের গবেষণার কথা ব্যাখ্যা করেন।

সুবিধাসমূহঃ
১। মেডিকেল ল্যাবরেটরি প্রশিক্ষণ ও যুক্তরাজ্যের অন্যতম সেরা গবেষণাগার সমূহ পর্যবেক্ষনের সুযোগ।
২। পরবর্তী একাডেমিক কোর্সে এনরোলমেন্ট ও স্কলারশিপ এর ক্ষেত্রে অগ্রগন্য বিবেচনা।
৩। দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ডের বিশ্ববরেণ্য বিজ্ঞানগণ কর্তৃক প্রশিক্ষণ।
৪। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সরবরাহ করা হবে।
৫। এয়ারপোর্ট পিকআপ ড্রপ ও একোমোডেশন এর সুবিধা (প্রতি প্রশিক্ষণার্থীর জন্য একটি রুম)।
৬। খাবার ও স্বাস্থ্যবীমা।
৭। প্রশিক্ষণের প্রয়োজনের বিভিন্ন স্থানে পরিবহন সুবিধা।
৮। দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড ক্যাম্পাসে ফাইনাল গ্রাজুয়েশন সিম্পোজিয়াম।
৯। ভিসা সহায়তা প্রদান।
আবেদনের যোগ্যতাঃ
১। মেডিসিন ও লাইফ সায়েন্স বিভাগে অধ্যয়নরত আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিষয়ে তরুন পেশাজীবীগণ।
২। ইংরেজীতে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
৩। বাংলাদেশসহ যেকোন কমনওয়েলথ দেশের নাগরিক।

আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীগণ হালনাগাদকৃত সিভিসহ s.k.das@sheffield.ac.uk এই ঠিকানায় ইমেইল করুন।

বিস্তারিত জানতেঃ
s.k.das@sheffield.ac.uk এই ঠিকানায় ইমেইল করুন।

ডিপার্ট্মেন্ট ওয়েবসাইটঃ
https://www.sheffield.ac.uk/mbb

ripendil:
Related Post