X

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বসন্ত বরন

 


“এসো এসো বসন্ত ধরাতলে আনো মুহুমুহু নবতান
আনো নবপ্রাণ, নবগান।”

 

বর্ণে-গন্ধে-গীতিছন্দে-আনন্দে বসন্তকে বরণ করে নিল সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

 

কলেজটির সাংস্কৃতিক কমিটির সদস্যরা ২০তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মত বসন্ত উৎসব আয়োজনের আবদার নিয়ে উপস্থিত হয় কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা ডা. শামীমা আখতার ম্যাডামের কাছে।
শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে বসন্তবরণের অভিপ্রায় ব্যক্ত করলে অধ্যাপিকা শামীমা ম্যাডাম তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমতি গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক কমিটির সম্মানিত শিক্ষক সদস্য ডা. মুইজ চৌধুরী লিজু, ডা. বিপাশা নন্দী জুঁই, ডা. সুতপা ধর ও ডা. আরিফুর রহমানের দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ১৩ই ফেব্রুয়ারী ২০১৮ ইং সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় “বসন্ত উৎসব ১৪২৪”।

 

 

 

প্রথমেই “আহা আজি এ বসন্তে” গানটির দলগত পরিবেশনার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে গান ও নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক কমিটির সদস্য ও কলেজের শিক্ষার্থীরা।

অধ্যাপিকা ডা. শামীমা আখতার আবৃত্তি পরিবেশনা  আর  ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ এর গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে  আরও রঙ্গিন  ।

এছাড়াও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ব্যান্ড “প্রতিধ্বনি” অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। সবশেষে “ওরে গৃহবাসী” গানটির দলগত পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষিত হয় বসন্ত উৎসব- ১৪২৪ এর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী; প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেআরআরএমসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবেদ হোসেন, বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আব্দুল হাই, সিনিয়র ভাইস চেয়ারম্যান, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন; অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, সার্জারী বিভাগ; অধ্যাপক ডা. মোঃ তারেক আজাদ, পরিচালক ও বিভাগীয় প্রধান, শিশু বিভাগ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন চর্ম ও যৌনরোগ বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. শামীমা আখতার, চেয়ারম্যান, সাংস্কৃতিক কমিটি; জেআরআরএমসি।

দুই ঘন্টাব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করে কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র অভিষেক চৌধুরী।

 


অনুষ্ঠান শেষে কলেজে একটি বকুলচত্বর প্রতিষ্ঠার অভিপ্রায়ে সম্মানিত অতিথিগণের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে বকুলগাছের চারা রোপণ করা হয়।

 

 

 

 

 

 

তথ্য ও ছবিঃ ডাঃ মিত্রবৃন্দ চৌধুরী, প্ল্যাটফর্ম প্রতিনিধি,ইন্টার্ন চিকিৎসক-জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ।

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post