X

বিশেষ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারকে মানসিক সহযোগিতা প্রদান

‘স্পেশাল অলিম্পিক বাংলাদেশ’ এর উদ্যোগে উত্তরার ‘বিউটিফুল মাইন্ড স্পেশাল’ স্কুলে গত ২৮ সেপ্টেম্বর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত হলো মেডফেস্ট প্রোগ্রাম, ন্যাশনাল ফ্যামিলি ইনপুট কাউন্সিল।

প্রোগ্রামটিতে ঢাকার বিভিন্ন স্পেশাল স্কুল থেকে শিশুরা তাদের মা বাবার সাথে এসে অংশ নেয়।

উক্ত আয়োজনের মূল উদ্দেশ্য ছিল “বিশেষ শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও পরিবারকে মানসিক সহযোগিতা প্রদান।”

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডা.হাফিজ রহমান, ডা.শামিমা ইসলাম সুমি, ডা.তামান্না পারভিন এবং ডা.আশফিয়া ফারহিন হক।উনাদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণ এবং প্রবল উদ্যমতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা গিয়েছে অনুষ্ঠানটিতে।

শিশুদের জেনারেল চেক আপ ও নাক,কান,গলা পরীক্ষা করেন ডা.হাফিজ রহমান এবং ডা.শামিমা ইসলাম সুমি। দন্ত পরীক্ষা করেন ডা.তামান্না পারভিন এবং চক্ষু পরীক্ষা করেন ডা. আশফিয়া ফারহিন হক।

সেইসাথে প্রতিটি শিশুর বাবা-মায়ের সাথে বিশদ আলচনার মাধ্যমে শিশুদের সমস্যা সম্পর্কিত পরামর্শ ও বিস্তারিত ভাবে কাউন্সিলিং করেন। এছাড়াও বিশেষ শিশুদের বয়স অনুসারে উচ্চতা পরীক্ষা করা হয়।

স্টাফ রিপোর্টার/নুরুন্নাহার মিতু

Urby Saraf Anika:
Related Post