X

বিনামূল্যে মাস্ক বিতরণ করলো প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ নভেম্বর ২০২০, শুক্রবার 

দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ইতিমধ্যে “নো মাস্ক, নো সার্ভিস” কর্মসূচি ঘোষণা করেছে সরকার। সাধারণ মানুষকে মাস্ক পরায় উদ্ভুদ্ধ করতে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা শহরে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

ছবি : করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাস্ক বিতরণ

গত ১৯ নভেম্বর রোজ বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানা ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরে বাইরে আসা মানুষকে মাস্ক পরার গুরুত্ব ও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতন করা হয়েছে।

ছবি : মাস্ক পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হচ্ছে

দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্য সচেতনতা, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

Firdaus Alam:
Related Post