X

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন

৩১ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন।

টাংগাইল জেলার সন্তান অধ্যাপক ডা. সানোয়ার হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি লাভ করেন। ১লা মার্চ, ১৯৯০ সালে মেডিকেল অফিসার হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন, বিএসএমএমইউ-এ যোগদান করেন তিনি।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে নিউক্লিয়ার মেডিসিনের উপর স্নাতকোত্তর ডিপ্লোমা ও ২০০৯ সালে রয়েল কলেজ অব ফিজিশিয়ানস, এডিনবার্গ, যুক্তরাজ্য থেকে ইন্টার্নাল মেডিসিনের উপর এফআরসিপি ডিগ্রী লাভ করেন। এছাড়াও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আই.এ.ই.এ) ও অন্যান্য সংস্থা হতে প্রাপ্ত ফেলোশিপ-এর মাধ্যমে জাপান, যুক্তরাষ্ট্র, জার্মানী, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ইন্ডিয়াসহ বেশ কয়েকটি দেশের উন্নত হাসপাতাল থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন এই চিকিৎসক। চিকিৎসা সেবা ও গবেষণার পাশাপাশি চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। ২০১৮ সালের মার্চে বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সদস্য (জীব বিজ্ঞান) পদে দায়িত্ব গ্রহণের পূর্বে দীর্ঘ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালাইড সায়েন্সেস এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ এর পক্ষ থেকে অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, (নবনিযুক্ত চেয়ারম্যান, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন) এর প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভ কামনা।

ডা. নিলয় শুভ

Platform:
Related Post