X

বাংলাদেশ থেকে চিকিৎসক সহ দক্ষ জনশক্তি নিতে আগ্রহী কাতার

২৪ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে আগ্রহ প্রকাশ করেছেন কাতারের প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি। গত ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।

এছাড়াও তিনি বাংলাদেশ থেকে প্রকৌশলীসহ দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলাদেশে কাতারের প্রতিমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ককে গুরুত্ব দেই। আমরা একসঙ্গে উন্নয়নের ক্ষেত্রগুলো খুঁজে দেখতে পারি।”

এছাড়াও প্রধানমন্ত্রী দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে কাতারের আরও বিনিয়োগ কামনা করেন। তিনি বলেন, “আমরা দেশজুড়ে ১০০টি বিশেষ, অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছি। কাতারের উদ্যোক্তারা এই অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে পারেন।”

এছাড়াও শেখ হাসিনা কাতারের আমিরকে ‘মুজিববর্ষে’ বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

কাতারের প্রতিমন্ত্রী বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণেরও প্রশংসা করেন। কাতারের প্রতিমন্ত্রী বলেন, তারা চান বাংলাদেশ এ অঞ্চল এবং মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক।

ধারণা করা হচ্ছে এই আলোচনা দু-দেশের সুসম্পর্ককে আরও বেশি জোরদার করবে এবং জনশক্তি রপ্তানিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিজস্ব প্রতিবেদক/তারেক হাসান

Urby Saraf Anika:
Related Post