X

বাংলাদেশে এমপিএইচ করার প্রাকটিক্যাল গাইডলাইন

কোন ইউনিভার্সিটি থেকে এমপিএইচ করবেন সেই ডিসিশন নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর —

১. আপনি সরকারি চাকুরী করতে চান কিনা।
২. আপনি কোনো চাকুরী করছেন কিনা।
৩. কোয়ালিটি এডুকেশন।
৪. আপনার আর্থিক সামর্থ্য।
৫. আপনি কতটুকু সময় দিতে পারবেন এমপিএইচ করার জন্য।

দৃশ্যপট ১:

আপনি সরকারি চাকরি করতে চান — সেক্ষেত্রে আপনার জন্য একমাত্র পন্থা হলো নিপসম কিংবা BSMMU; কারণ শুধুমাত্র এই দুটি প্রতিষ্ঠান এর এমপিএইচ ডিগ্রীই BMDC কর্তৃক স্বীকৃত। তাই সরকারি চাকরিতে পদোন্নতির জন্য এই দুটি প্রতিষ্ঠান এর এমপিএইচ ছাড়া হবে না।

দৃশ্যপট ২:

আপনি সরকারি চাকুরী  করতে ইচ্ছুক নন — এই ক্ষেত্রে আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর কথা ভাবতে পারেন। সেক্ষেত্রে আপনাকে উপরের তালিকার২ থেকে ৫ নম্বর পয়েন্টগুলো নিয়ে ভাবতে হবে।

দৃশ্যপট ৩ :

আপনি পাবলিক হেলথ বা রিসার্চ চাকুরী  করছেন এবং নিজের চাকুরী  নিয়ে আপনি সন্তুষ্ট — এই ক্ষেত্রে সবসময় কাজ চালিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে ব্র্যাক, নিপসম এবং BSMMU থেকে এমপিএইচ করতে করা যাবে না  কারণ এই এমপিএইচগুলি ফুল-টাইম।
তাই, এই ক্ষেত্রে আপনার অপশন হতে পারে NSU, AIUB, IUB বা STATE ইউনিভার্সিটির এমপিএইচ প্রোগ্রামগুলো — কারণ এই প্রোগ্রামগুলি চাকুরীর পাশাপাশি সপ্তাহে একদিন হিসেবে করা সম্ভব।

দৃশ্যপট ৪:

আপনি কোয়ালিটি এডুকেশন নিয়ে খুবই সচেতন — ফুল-টাইম এবং পার্ট-টাইম এমপিএইচ এর মধ্যে কোয়ালিটির পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক — তবে সেই পার্থক্য আকাশ-পাতাল নয় বলে আমি মনে করি।

আমাদের দেশে একটা প্রচলিত ক্রম বিন্যাস আছে। এমপিএইচ এর যা মূলত মানুষের অভিজ্ঞতা, পারসেপসন  এবং ওয়ার্ড অফ মাউথ এর উপর নির্ভর করে তৈরী হওয়া।
সেখানে ফুল-টাইম এমপিএইচগুলি স্বাভাবিকভাবেই এগিয়ে থাকার কথা! তার পরেই NSU,  AIUB, IUB, State ইউনিভার্সিটি রয়েছে।

প্রতিষ্ঠানের পাশাপাশি কোয়ালিটি নির্ভর করে আপনার নিজের উপর ও — আপনার শেখার আগ্রহ এবং ক্ষমতা, আপনার ইচ্ছাশক্তি, আপনার হার্ড ওয়ার্ক ইত্যাদির উপর।

দেশে এখন আবার MPH শেমিং এর ট্রেন্ড চালু হয়েছে (কোনোকিছু বিবেচনা না করেই বলে দেয়া যে অমুক ইউনিভার্সিটির এমপিএইচ কোনো কাজের না বা অমুক ইউনিভার্সিটিতে ফাঁকিবাজরা এমপিএইচ করে!)। ব্যাপারটা খুবই দুঃখজনক বটে। র‍্যাংকিং (unofficial হলেও) থাকা খুব জরুরি মনে করি আমি। আমি ভালো এমপিএইচ প্রোগ্রাম থেকে খারাপ স্টুডেন্ট বের হতে দেখেছি; আবার পার্ট টাইম এমপিএইচ করেও অনেককে খুব ভালো করতে দেখেছি।

দৃশ্যপট ৫:

আপনার আর্থিক সামর্থ্য সীমিত — সরকারি প্রতিষ্ঠানগুলোতে এমপিএইচ এর খরচ সবচেয়ে কম। ব্র্যাক এ খরচ সবচেয়ে বেশি। বাকি ইউনিভার্সিটিগুলোতে খরচ মাঝামাঝি ( দেড় থেকে ৩ লাখের মতো)। সব ইউনিভার্সিটিতেই স্কলারশিপ আছে — তবে তার সংখ্যা খুবই কম!

দৃশ্যপট ৬:

আপনি অন্যান্য কাজ নিয়ে খুব ব্যস্ত, তাই সময় কম দিতে পারবেন এমপিএইচ এর জন্য — এইসকল ক্ষেত্রে আপনি পার্ট টাইম এমপিএইচ এর কথা ভাবতে পারেন। অথবা আপনি খুব দ্রুত এমপিএইচ করতে চান বাইরে যাবার জন্য বা অন্য যে কোনো কারণে। আমার জানামতে নিপসম এবং BSMMU এমপিএইচ করতে আপনাকে MBBS পাশ করার পর একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় – সেটা মাথায় রেখে প্ল্যান করা উচিত হবে।

সর্বোপরি, আশেপাশের মানুষজন যারা এই ব্যাপারে ধারণা রাখে তাদের থেকে উপদেশ নিন এবং সবশেষে নিজের অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নিন — আর এটাই বুদ্ধিমানের মতো কাজ।

CONFLICT OF INTERESTS:
যেহেতু আমার ব্যাক্তিগত মতামত কোনো প্রতিষ্ঠানের পক্ষে বা বিপক্ষে হতে পারে, তাই আমার লেখাটি বিবেচনা করার জন্য আমার প্রাতিষ্ঠানিক যোগ্যতা সম্পর্কে অবগত থাকা প্রয়োজন বলে আমি মনে করি। আমি এমপিএইচ করেছি NSU থেকে এবং একই সাথে রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে চাকুরী করেছি ব্র্যাক এর সাথে। এরপর আমি MSc করেছি সুইডেন এর Karolinska Institute থেকে এবং বর্তমানে পিএইচডি করছি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে।

মূল লেখক

Shajedur Rahman Shawon
DMC 2005-06 (K63)

প্ল্যাটফর্ম  ফিচার রাইটার
সুমাইয়া নার্গিস
শহীদ তাজউদ্দিন  আহমদ  মেডিকেল  কলেজ
সেশিন : ২০১৬/১৭

Special Correspondent:

View Comments (2)

  • আমি এমপিএইচ করেছি নিপসম থেকে ইপিডেমিওলজিতে ২০০৯ সালে। কিন্তু ডিগ্রিটা খুব একটা কাজে লাগাইনি। ক্লিনিকাল লাইনে থাকার জন্য। এখন যদি এতোদিন পর আবার লেখাপড়া করতে চাই যেমন, ক্যারোলিনস্কা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে চাই বা কানাডাতে বা নরওয়েতে কিছু একটা, তাহলে সহজে কিভাবে অগ্রসর হতে হবে?

Related Post