X

প্ল্যাটফর্ম ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের মুখপত্র, প্ল্যাটফর্ম এর সূচনা, ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩। সেই প্ল্যাটফর্ম সাধারন চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহনে সফলভাবে পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পদার্পণ করছে।

প্ল্যাটফর্মের ৫ম জয়ন্তী উপলক্ষ্যে গত ১৪ ই সেপ্টেম্বর, শুক্রবার, ২০১৮ জাকজমক পূর্ন অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয়েছে, চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসকদের সবচেয়ে বড় ফোরাম ও সেচ্ছাসেবা মূলক অরাজনৈতিক সংগঠন, প্ল্যাটফর্ম এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী।
অনুষ্ঠানটি আয়োজিত হয়, ঢাকার মহাখালীতে অবস্থিত জনস্বাস্থ্য ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা, ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট প্রফেসর ডা. বেনজির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি এর প্রোগ্রাম ম্যানেজার প্রফেসর ডা. রিজওয়ানুল করিম শামীম, ফরমার ফ্যাকাল্টি, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজী, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এর ডা. মোঃ শাহ আলম, নিউট্রিশন ও পাবলিক হেলথ স্পেশালিষ্ট এন্ড ফুড সেইফটি এক্সপার্ট ডা. শাহ মাহফুজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর ডা. আমিরুজ্জামান।

দিন ব্যাপি আয়োজিত, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্ল্যাটফর্মের ফাউন্ডার ডা. মোহিব নিরব, কো-ফাউন্ডার ডা. আহমেদুল হক কিরন, কো-ফাউন্ডার ডা. মারুফুর রহমান অপু।

অনুষ্ঠান শুরু হয়, স্কলারশিপ ও আই ই এল টি এস এর উপর একটি ক্যারিয়ার সেমিনারের মাধ্যমে। সেমিনারে কি স্পিকার হিসেবে বক্তব্য রাখেন, ডা. মারুফুর রহমান অপু।
পরবর্তীতে, আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহনের মাধ্যমে মূল উদযাপন অনুষ্ঠান শুরু হয়।
আমন্ত্রিত অতিথি মন্ডলী তাদের বক্তব্যে প্ল্যাটফর্মের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকির শুভেচ্ছা জানান সবাইকে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, প্রফেসর ডা. নাসিমা সুলতানা তার বক্তব্যে তুলে ধরেন, প্রতিদিন সোস্যাল মিডিয়া ব্যবহারে, প্ল্যাটফর্ম ফোরামের সাথে তার সম্পর্কের কথা এবং প্ল্যাটফর্মের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। ইউনিসেফ এর ন্যাশনাল কনসালটেন্ট প্রফেসর ডা. বেনজির আহমেদ, দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক চিত্র নিয়ে কথা বলেন এবং উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রফেসর ডা. রিজওয়ানুল করিম শামীম, প্ল্যাটফর্মের এক্টিভিষ্টদের জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। ডা. মোঃ শাহ আলম, প্ল্যাটফর্মের শুরুর দিকের সময় স্মৃতিচারন করেন। এ ছাড়াও, প্ল্যাটফর্ম ফাউন্ডার, ডা. মোহিব নিরব ও প্রতিষ্ঠাকালীন মডারেটর, ডা. সেলিম শাহেদ, ডা. অনির্বান সরকার, ডা. নুরুল হুদা খান ও ডা. আসিফ উদ্দিন খান, সংগঠনটির শুরুর দিকের গল্প ও বক্তব্য প্রদান করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সরাসরি কথা বলার সুযোগ প্রদান করেন এবং তাদের কথা, দাবি দাওয়া, খুব মনোযোগ সহকারে শুনে দিক নির্দেশনা প্রদান করেন। প্ল্যাটফর্মের প্রগতিশীল কার্যক্রমের জন্য, ফোরামের প্রশংসা করেন এবং প্ল্যাটফর্ম এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

পরবর্তীতে, আমন্ত্রিত অতিথি মন্ডলী, কেক কেটে প্ল্যাটফর্মের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

বিকেলে প্ল্যাটফর্ম এক্টিভিষ্টদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ‘প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ’ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন সহ প্ল্যাটফর্ম থেকে সম্মাননা দেয়া হয়, প্ল্যাটফর্ম সেরা ইউনিট, জোন, সেরা অ্যাডমিন, এক্টিভিষ্ট ক্যাটাগরিতে। পূর্ববর্তী কার্যকরি পরিষদের আনুষ্ঠানিক বিদায় এবং নব গঠিত পরিষদকে ফুল দিয়ে বরন করে, সাধারন সম্পাদক ফারিজ শেখ এবং সভাপতি ডা. নিলয় শুভ’র সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।

ওয়েব টিম:
Related Post