X

প্লাজমা দানে দৃষ্টান্ত স্থাপন করলেন বীর চিকিৎসক দম্পতি

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৬ মে, ২০২০

করোনা চিকিৎসায় “প্লাজমা থেরাপি” বর্তমানে বহুল আলোচিত বিষয়। এখন পর্যন্ত করোনা প্রতিরোধে কোনো টিকা নেই, নেই নির্দিষ্ট ওষুধও। এমতাবস্থায় কোভিড-১৯ আক্রান্তদের ‘প্লাজমা থেরাপি’ দিয়ে সারিয়ে তোলার যে চেষ্টা অন্য দেশগুলো শুরু করেছে, তার প্রয়োগ এবং এর সফলতা ইতিমধ্যে পরিলিক্ষিত হচ্ছে বাংলাদেশেও।

‘প্লাজমা থেরাপি’ নিয়ে কাজ করতে অগ্রসর হয়েছে “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল”। করোনা আক্রান্ত জটিল অবস্থার রোগীদের জন্য অতিসত্বর দ্রুততর প্রচেষ্টার মাধ্যমে প্লাজমা ডোনার খুঁজে আক্রান্ত রোগীর শরীরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দেয়াই এর একমাত্র কাম্য এবং প্রচেষ্টা। ইতিমধ্যেই এ প্লাজমা ডোনার পুলের মাধ্যমে অনেক করোনা যোদ্ধারা প্লাজমা দান করেছেন।

বর্তমানে করোনা মোকাবেলায় প্লাজমা থেরাপি প্ল্যাটফর্ম প্লাজমা পুলের অন্যতম প্রজেক্ট “করোনা বীর এবং আদর্শ চিকিৎসক দম্পতি” হলেন ডা. মো. তাজুল ইসলাম মুন্না এবং ডা. স্ক্লেরা শাহনেওয়াজ। করোনা শনাক্ত হওয়ার পর তারা দমে থাকেন নি। লড়াই করে সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে অন্য করোনা আক্রান্ত রোগীদের জন্য নিজেদের প্লাজমা দান করার মাধ্যমে তারা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

স্কয়ার হাসপাতালে থাকা মুমূর্ষু একজন করোনা রোগীকে তারা ‘ও পজিটিভ’ প্লাজমা দান করেছেন। ‘করোনা বীর’ যুগল সুস্থ এবং প্লাজমা দানে সমর্থ হওয়ার সাথে সাথেই রোগীদের সাহায্যের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং এ ব্যাপারে যোগাযোগ করার সাথে সাথেই তারা আইসিইউ তে ভর্তি ডা. রায়হান হাবিব এর বাবার জন্য প্লাজমা দানে রাজি হন।

তাদের এই দৃষ্টান্তমূলক কর্মকান্ড আরো করোনা আক্রান্ত সুস্থ ব্যাক্তি দের প্লাজমা দানে আগ্রহী করবে বলে আশা করা যাচ্ছে। প্লাজমা দানের এক পর্যায়ে তারা আশাবাদ ব্যাক্ত করেন, “তাদের মতো অন্য যেসকল ব্যক্তিবর্গ কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারা যেনো সবাই প্লাজমা ডোনেট করবে। ”
সেই সাথে ডাক্তার যুগল কৃতজ্ঞতা জানিয়েছেন “প্ল্যাটফর্ম প্লাজমা ডোনার পুল” কে।

“প্ল্যাটফর্ম প্লাজমা ডোনেট পুল” এর docs.google.com/forms/d/e/1FAIpQLSfy3zBMnOSR7klk7lTacZ02oFQT5ZUBat0XGKQ8Cyh3cLrVKA/viewform
ফর্মটি পূরণ করে আপনিও পারেন এই প্রজেক্টের অংশ।

প্লাজমা ডোনার পুল সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ 01972-808434, 01790828088, 01515-667970 এই নাম্বারগুলোতে।

নিজস্ব প্রতিবেদক / তাসমি তামান্না ঐশি

Platform:
Related Post