X

প্রবাসী বাংলাদেশীরা বসে নেই

প্ল্যাটফর্ম নিউজ
রবিবার, ২৬ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

বর্তমান করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের পাশে নিজ উদ্যোগে এগিয়ে আসছেন অনেকেই। দেশে যখন চিকিৎসকদের সুরক্ষা সামগ্রীর সংকট তখন বাংলাদেশের চিকিৎসকদের পাশে এগিয়ে এলেন এক প্রবাসী বাংলাদেশী। উক্ত প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাতে যশোর মেডিকেল কলেজের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁর ওয়ালে লিখেন-

“আমার স্কুলজীবনের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, মোস্তাক শাকিল আহমেদ, যশোরের ছেলে। ইন্টারমিডিয়েট পর্যন্ত একসাথে পড়াশোনা করেছি। সে বর্তমানে মাইক্রোসফট কোম্পানির হেডকোয়ার্টারের ৩৬৫ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট গ্রুপের প্রধান। আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ হয়। অফিসের কাজে সারাবছর জুড়ে সে প্রায় সারা পৃথিবী ঘুরে বেড়ায়। কিন্তু সবসময়ই যোগাযোগ রক্ষা করে চলে আমার এই প্রানপ্রিয় বন্ধু। প্রায় মাসখানেক আগে সে আমার জন্য কিছু N95 মাস্ক চায়না থেকে পাঠানোর আগ্রহ প্রকাশ করে। আমি ওকে অনুরোধ করেছিলাম কিছু বেশী মাস্কের ব্যবস্থা করতে যাতে আমি আমার যশোরের কিছু সহকর্মী যারা প্রচন্ড ঝুঁকি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন তাদেরকে ওগুলো দিতে পারি। সে বিনা বাক্যব্যয়ে রাজী হয়ে যায় এবং চায়নায় তার এজেন্টের মাধ্যমে মাস্কের ব্যবস্থা করে। গত ৫ তারিখে মাস্কগুলো ঢাকায় এসে পৌঁছালেও নানা প্রক্রিয়া শেষ করে অবশেষে গত দুইদিন আগে হাতে পাই। যশোর জেলা বিএমএ’র সুযোগ্য নেতৃত্বের তত্বাবধানে আজ ১০০ পিস KN95 মাস্ক আমি যশোর ২৫০ শয্যা হাসপাতালের মাননীয় সুপার স্যার ও যশোরের সিভিল সার্জন মহোদয়ের কাছে হস্তান্তর করি।
আজ আমি বন্ধু শাকিলের কাছে যশোর বিএমএ ও স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা পৌঁছে দিয়েছি।
বন্ধুগর্বে আজ আমি গর্বিত।”

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post