X

প্রজাপতি মেলায় পুরষ্কৃত হলেন ডা. সুজন


‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে জাহাঙ্গীরনগর বিশাববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে গত ৪ নভেম্বর, শনিবার থেকে শুরু হয় অষ্টম প্রজাপতি মেলা।

মেলা উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী,শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ।

এবারের প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনীতে ২য় স্থান অর্জন করেন ডা. মোঃ মোর্শেদুল আলম সুজন।

এ সম্পর্কে তার কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন- ‘আমি নিজের দুচোখে যা দেখি তা সবাইকে দেখাতে চাই, আমার মত করেই। সে চেষ্টাতেই ছবি তুলি, ধরে রাখি সেন্সরের পিক্সেলে’।

উল্লেখ্য, ডি ৪৭ এর ডা.সুজন,অধ্যয়ন করেছেন ঢাকা ডেন্টাল কলেজে।সম্প্রতি এম.এস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় তিনি ওরাল ম্যাক্সিলোফেসিয়াল বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে ডা. সুজন’কে অভিনন্দন।

তথ্য সংগ্রহ:ডা:সাবরিনা,প্লাটফর্ম ডেন্টাল উইং

drferdous:

View Comments (1)

  • Nice. thanks to you from chistia digital dental lab, jatrabari, dhaka, An advanced dental lab in bangladesh

Related Post