X

পূর্ণদ্যমে চালু হচ্ছে সরকারি হাসপাতালে বহিঃবিভাগের সেবা কার্যক্রম

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার,৩০ মে ২০২০

দেশে কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষিতে সকল সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে বহিঃবিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম এতদিন সীমিতি পরিসরে (সকাল ৮টা থেকে দুপুর ১২ টা) চলে আসছিলো। এ বিষয়ে গত ৪ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আদেশ জারি করা হয়েছিলো।

আজ ৩০ মে শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বহিঃবিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা প্রদানে জারিকৃত আদেশ বাতিল করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অনুমতিক্রমে পূর্বের আদেশ বাতিল করা হলো।

এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকারি হাসপাতালে বহিঃবিভাগ সেবা কার্যক্রম পূর্বের নিয়মে (সকাল ৮ টা থেকে দুপুর ২.৩০ টা) পরিচালিত হবে।

Firdaus Alam:
Related Post