X

মরহুম ডা. সায়মার পরিবারের সাথে স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের সাক্ষাৎ এবং শোক প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুলাই, ২০২২, রবিবার

গত ১৬ জুলাই,২০২২ শনিবার ফুসফুসের দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪২ তম বিসিএস কর্মকর্তা ডা. সায়মা জাহান মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে র’জিউন)। মৃত্যুপূর্বে তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত ছিলেন।

ডা. সায়মা জাহানের অকাল মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোঃ খুরশিদ আলম গভীর শোক প্রকাশ করেছেন। মহাপরিচালক এর পক্ষ থেকে সিভিল সার্জন, ঢাকায় তাঁর বাসায় যান এবং তাঁর মায়ের সাথে সাক্ষাৎ করেন।

সিভিল সার্জন জানান, “মহাপরিচালক মহোদয় ডা. সায়মা জাহানের ক্যান্সার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। এ নিয়ে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি তাঁর মাকে সকল ধরনের সহযোগিতার করবেন।”

মায়ের একমাত্র সন্তান ডা. সায়মা জাহানের মতো মেধাবী চিকিৎসক মাত্র ৬ মাস বয়সেই তাঁর বাবাকে হারান। পরবর্তীতে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে থেকে পাশ করেন এবং সরকারী চাকুরীতে যোগ দেন।

Sadia Kabir:
Related Post