X

পাবলিক হেলথ ফাইণ্ডেশন দিবস উদযাপন ও বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

পাবলিক হেল্থ ফাউন্ডেশন বাংলাদেশ (পিএইচএফবিডি) এর উদ্যোগে ৬ষ্ঠ পাবলিক হেলথ দিবস উদযাপন উপলক্ষ্যে গত ৮ ও ৯ ডিসেম্বর ঢাকার মহাখালীস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি) এর সাসাকাওয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী আতর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ।

”সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: এসডিজি অর্জনের চাবিকাঠি”, এই প্রদিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের প্রথিতযশা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষকগন উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ শায়লা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব আবদুল কাইয়ুম, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর পরিচালক প্রফেসর ডাঃ বায়োজিদ খুরশিদ রিয়াজ, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ডাঃ জন ডেভিড ক্লেমেন্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ ফরিদুল আলম।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া র সাবেক উপদেষ্ঠা ও পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর এম মোজাহেরুল হক, ইউএনএফপির স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ সত্য নারায়নান দুরাইস্বামী, বিশ^স্বস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এডউইন সেনিজা।

স্বাগত বক্তব্য দেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর চেয়ারম্যান প্রসেফর ডাঃ ফাতেমা আশরাফ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রধান নির্বাহী ডাঃ সমীর কুমার সাহা।

পাবলিক হেলথ ফাউন্ডেশনের নানা কর্মকান্ডের উপর বি¯তারিত উপস্থাপনা দেন পিএইচএফবিডি’র সাবেক সিইও, বর্তমান ভাইস-চেয়ারপার্সন প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন।

বিগত বছরগুলোতে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ জনস্বাস্থ্যের উন্নয়নে গ্রাম ও শহর উভয়স্থানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহ নানা রকম কাজ করে চলছে।

দুইদিনব্যাপী এই সম্মেলনে ১৪টি সেশনে গবেষকগণ তাঁদের গবেষণায় প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন। পরিবেশগত স্বাস্থ্য/স্বাস্থ্য ব্যবস্থা, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, ডেন্টাল হেলথ, অকুপেশনাল হেলথ, মেন্টাল হেলথ, ডেল্টাল হেলথ ইত্যাদি বিষয়ে সেশন গুলোতে আলোচনা করা হয়।

এ সম্মেলনে প্ল্যাটফর্ম এর পক্ষে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্ম ডেন্টাল উইং সেক্রেটারি ডা. সাবরিনা ফরিদা চৌধুরী এবং এডভাইজার ডা. মো. ফেরদৌস রহমান ।

……………
তথ্য ও ছবিঃ সংগৃহীত

drferdous:
Related Post