X

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষ্যে ফরিদপুর মেডিকেলে প্ল্যাটফর্মের ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম  নিউজ, ২৭ নভেম্বর, ২০২০, শুক্রবার 

“নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত”। এই প্রতিপাদ্য কে সামনে রেখে আগামী ৩০ নভেম্বর, ২০২০ পালিত হতে যাচ্ছে “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস”।

অধ্যক্ষ,উপাধ্যক্ষ মহোদয়ের সাথে প্ল্যাটফর্ম ফমেক ইউনিট

“নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস” উপলক্ষে প্ল্যাটফর্ম ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফরিদপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান স্যার এবং উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. দিলরুবা জেবা ম্যাডাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয় এবং পরবর্তীতে তাদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে ব্যানারটি স্থাপন করা হয়। পাশাপাশি ৩০ নভেম্বর “নিরাপদ চিকিৎসক কর্মস্থল দিবস” নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সদস্যদের  সাথে কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয় আলোচনা করেন। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়সহ সকল শিক্ষকগণ প্ল্যাটফর্ম এর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আগামীতে এমন মহৎ উদ্যোগের জন্য যথেষ্ট অনুপ্রেরণা দেন।

প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন মেডিকেল কলেজে এই ক্যাম্পেইন করা হচ্ছে। উক্ত ক্যাম্পেইনের প্রচারণা স্বরুপ ইতিমধ্যে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ ফর উইমেনস, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল,জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যানার স্থাপন করা হয়েছে।

Rafayet Hossain Sourov:
Related Post