X

নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল মেডিকেলে দুই দিন ব্যাপী ক্যাম্পেইন

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ নভেম্বর ২০২০, সোমবার

শাণিত মস্তিষ্ক আর কলম দুই চলুক সমানতালে। অধিকারে আদায়ে সচেষ্ট হোন।

আজ ৩০শে নভেম্বর “নিরাপদ কর্মস্থল সৃষ্টি স্বাস্থ্যসেবা নিশ্চিতের অন্যতম শর্ত” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে প্ল্যাটফর্ম গাজীপুর জোনের পক্ষে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে দুই দিন ব্যাপী “নিরাপদ চিকিৎসা কর্মস্থল দিবস-২০২০” ক্যাম্পেইন।

ক্যাম্পেইন উপলক্ষে সকলের সামনে প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে প্ল্যাটফর্ম গাজীপুর জোনের সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি আকমার আনজুমান কাফি সহ সিয়াম, আফজাল, মিজান প্রমুখ এক্টিভিস্ট গণ দিবসটির ইতিহাস ও প্রতিপাদ্য তুলে ধরেন।

ক্যাম্পেইন উদ্বোধন করেন হাসপাতালের ডিরেক্টর এবং পেডিয়াট্রিক্স সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান  প্রফেসর ডা. মো. শাহ আলম তালুকদার।

আরও উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. হাবিব সাদাত চৌধুরী, পেডিয়াট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নন্দিতা নাজমা, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ছায়েদুর রাহমান সহ সকল বিভাগের চিকিৎসকবৃন্দ, এবং সকল ইন্টার্ন চিকিৎসক।

উদ্বোধন এর পর অতিথি বৃন্দ দিবস নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, “নিরাপদ চিকিৎসা পরিবেশ না থাকলে, কোনো চিকিৎসক এর পক্ষে সুষ্ঠু ও পরিপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব নয়”

সর্বশেষে সকল চিকিৎসক এই উদ্যেগের জন্য  প্ল্যাটফর্মের ভূয়সী প্রশংসা করেন।

পরবর্তীতে হাসপাতালের মূল ফটকে সকলের সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ব্যানার টাঙ্গানোর মধ্য দিয়ে ক্যাম্পেইন সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিবেদক/ মামুনুর রশিদ জামি

Sarif Sahriar:
Related Post