X

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে বিশেষ অফিস আদেশ জারি

প্ল্যাটফর্ম নিউজ
মঙ্গলবার, ২৮ শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

গত ২৬ শে এপ্রিল, ২০২০ ইং তারিখ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর হতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সেবা দানে জড়িত দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স/ স্টাফ নার্স ও মিডওয়াইফদের কথা মাথায় রেখে জারি করা হয় বিশেষ অফিস আদেশ। সেখানে বলা হয়, কর্মরত নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স/ স্টাফ নার্স ও মিডওয়াইফ এর মধ্যে যারা অতি বয়স্ক, গর্ভবতী, সন্তানকে স্তন্য পান করান এমন মা, ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট বা হাঁপানি ও দীর্ঘস্থায়ী কোনো রোগে ভুগছেন তাঁদেরকে সরাসরি করোনা রোগীর সংস্পর্শ হতে যথাসম্ভব নিরাপদ দূরত্বে দায়িত্ব প্রদান পূর্বক স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হলো।

নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post