X

নারায়নগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মাঝে মেডিসিন ক্লাব ইউএস-বাংলা মেডিকেল কলেজ ইউনিট এর এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন

এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে গত ২৩-১১-২০১৯ শনিবার ভূলতা স্কুল এন্ড কলেজে মেডিসিন ক্লাব ইউএস বাংলা মেডিকেল কলেজ ইউনিট কর্তৃক আয়োজিত এন্টিবায়োটিক সচেতনতামূলক কর্মসুচি পালন করা হয়েছে।

এন্টিবায়োটিক কী?

‘এন্টিবায়োটিক’ শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ‘এন্টি’ ও ‘বায়োস’ থেকে। এন্টি অর্থ বিপরীত ও বায়োস অর্থ প্রাণ। অর্থাৎ এটি জীবিত মাইক্রোঅর্গানিজমের বিরুদ্ধে কাজ করে। যেসব রোগ
সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণে হয়, তা নিয়ন্ত্রণ ও নিরাময়ের জন্য
এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে যেসব রোগ হয়, সেগুলো নিরাময়ের জন্য এটি ব্যবহার করা হয়। এজন্য ভাইরাসজনিত রোগের বিপরীতে এন্টিবায়োটিক কার্যকরী নয়। এক জীবাণুর বিরুদ্ধে যেমন সব এন্টিবায়োটিক কাজ করে না, তেমনি সব জীবানুর বিরুদ্ধে একই এন্টিবায়োটিক কাজ করে না। এন্টিবায়োটিক দেহে প্রবেশ করলে বিভিন্ন জীবাণু এটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। জীবাণুগুলো সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দেয়। এর ফলে আমাদের দেহ সুস্থ হতে শুরু করে।

এন্টিবায়োটিক রেজিস্টেন্স কী?
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলতে বোঝায় এন্টিবায়োটিকের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়া অর্থাৎ যদি এমন কোন ঔষধের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যার প্রতি একসময় জীবাণুটি সংবেদনশীল ছিল (মানে ঔষধটি জীবাণুর বিষক্রিয়া নষ্ট করতে পারত) কিন্তু ওই জীবাণুর বিপক্ষে এটি এখন আর কাজ করতে পারছে না। অর্থাৎ কোনো বিশেষ জীবাণুর জন্য যেসব গুণাবলী ওষুধে থাকার কথা তা ঠিক রয়েছে এবং তা সঠিকভাবে সংরক্ষণও করা হয়েছে কিন্তু সবকিছুর পরও ওই জীবাণুর বিপক্ষে এটি আর কাজ করতে পারছে না

একান্তই প্রয়োজন না হলে এন্টিবায়োটিক সেবন পরিহার করুন। শরীরকে সুস্থ রাখুন।

প্রোগ্রামে প্রায় এক হাজার শিক্ষার্থীদের উদ্দেশ্যে এন্টিবায়োটিক কী, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী, এন্টিবায়োটিক এর যথাযথ ব্যবহার, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে আমাদের করণীয় কি?? এসব সম্পর্কে অবহিত করা হয়।

উক্ত প্রোগ্রামে সকল প্রকার সহযোগিতা করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

মেডিসিন ক্লাব ইউএস বাংলা মেডিকেল কলেজ ইউনিট এর প্রায় ২৩ সদস্যের একটি টিম প্রতি ক্লাসে ক্লাসে গিয়ে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করেন।

এন্টিবায়োটিক এর যথেচ্ছ ব্যাবহার বন্ধ করুন।
নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন।

স্টাফ রিপোর্টার/ জয় কুন্ডু

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post