X

ডা. জব্বার ফারুকীর সাইকেলে ৬৪ জেলা ভ্রমণ

২৪ নভেম্বর ২০১৯

ডাঃ জব্বার ফারুকী; কয়েকবছর আগে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশীপ শেষ করেছেন, কিছুদিন অনারারী মেডিকেল অফিসারও ছিলেন৷ উত্তীর্ণ হয়েছেন ৩৯ তম বিসিএসে৷

পেশায় চিকিৎসক হলেও ডা. জব্বার ফারুকীর কর্মজীবন কিন্তু শুধু মানবসেবায় সীমাবদ্ধ ছিল না, সংস্কৃতিমনা এ মানুষটি একজন চলচ্চিত্র সংসদকর্মী। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাথে কাজ করছেন প্রায় ৭-৮ বছর ধরে। গান ও লেখালেখিতেও তুমুল তৎপরতা তার।

কয়েকমাস আগে তার সহকর্মী ডা. রিয়াদ শরীফের সাথে আড্ডায় পরবর্তী গন্তব্য কোথায় জানতে চাইলে জব্বার ফারুকী বলেন,

“আমার একটা VELOCE LEGACY সাইকেল আছে। এটা নিয়ে বের হয়ে যাব … পুরা বাংলাদেশ দেখবো।”


যে বলা সেই কাজ৷ সম্পূর্ণ নিজ খরচে কাঁধে গিটারের ব্যাগ, প্রয়োজনীয় অল্প জিনিসপত্র, হেলম্যাট এবং স্বাধের সাইকেল নিয়ে যাত্রা করেন সিলেট থেকে।
একে একে সব জেলা ঘুরে গত ২২ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকায় পৌঁছে শেষ করেন ৬৪ জেলা ভ্রমণ৷

অভিনন্দন ডা. জব্বার ফারুকী!

প্রতিবেদক / শেখ লুৎফুর রহমান তুষার

Platform:
Related Post