X

“ধন্যবাদ প্ল্যাটফর্ম”- স্বাস্থ্য অধিদপ্তর

প্ল্যাটফর্ম নিউজ, ২৩শে মে, শনিবার, ২০২০

আজ, শনিবার, ২৩ মে, ২০২০; ৯ জ্যৈষ্ঠ, ১৪২৭; ২৯ রমজান, ১৪৪১; দুপুর ২.৩০ মিনিটে দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রচারিত স্বাস্থ্য অধিপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিং “স্বাস্থ্য বুলেটিন ” এ বাংলাদেশী চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এণ্ড ডেন্টাল সোসাইটি”কে ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এ সময় করোনা মহামারীর ক্রান্তিকালে “প্ল্যাটফর্ম” দ্বারা পরিচালিত নানাবিধ স্বেচ্ছাসেবী কার্যক্রম উল্লেখ করে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন,

“আমি ধন্যবাদ জানাচ্ছি দেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের বৃহত্তম সোশাল নেটওয়ার্ক ও সেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি”কে। তারা স্বাস্থ্য অধিদপ্তর ও সহযোগী সংগঠনসমূহের সাথে বিভিন্ন অনলাইন ও অফলাইন কার্যক্রমে সেচ্ছাসেবার ভিত্তিতে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সংগঠনটির শতাধিক সেচ্ছাসেবী চিকিৎসক ও চিকিৎসাশিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত কোভিড-১৯ কন্ট্রোল রুমে কারিগরি সহায়ক হিসেবে, ল্যাবরেটরি সমূহে ডাটা এসিস্টেন্ট হিসেবে, কন্টাক্ট ট্রেসিং ও সন্দেহভাজন রোগী সনাক্তকরণে ও বিভিন্ন আন্তর্জাতিক গাইডলাইন অনুবাদ ও প্রচারকার্যে সহায়তা করে আসছে। সংগঠনটির মাধ্যমে ৩ হাজারের বেশি চিকিৎসক জাতীয় হটলাইন সমূহে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। এছাড়াও তারা ৯ হাজারের বেশি পিপিই নিজ উদ্যোগে বিতরণে সহায়তা করেছে। “প্ল্যাটফর্ম” সাম্প্রতিক সময়ে অন্যান্য সংগঠন সমূহের পাশাপশি প্লাজমা ডোনার পুল তৈরি করেছে যার মাধ্যমে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের পরীক্ষামূলকভাবে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি প্রদানে সহায়ক হবে। জাতীয় দুর্যোগে স্বেচ্ছসেবার ভিত্তিতে প্ল্যাটফর্মের মাধ্যমে এত বিপুল সংখ্যক চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে আমি তাদের আবারও ধন্যবাদ জানাই। ”

উল্লেখ্য, বিগত সাত বছর যাবৎ দেশের হাজারো চিকিৎসক ও মেডিকেল, ডেন্টাল শিক্ষার্থীদের সাথে নিয়ে সফলতার সাথে দেশব্যাপী নিজেদের স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে দেশের চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম”। স্বাস্থ্য অধিপ্তরের পক্ষ থেকে প্ল্যাটফর্মের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ সামনের দিনগুলোতে একইভাবে তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রাখতে আরো অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক / হৃদিতা রোশনী

হৃদিতা রোশনী:
Related Post