X

তিন পদ্ধতিতে জীবাণুমুক্ত করা যাবে এন-৯৫ মাস্ক

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস মহামারীর মধ্যে চিকিৎসা সরবরাহের ঘাটতির মুখোমুখি হচ্ছে সমগ্র বিশ্ব, বিশেষত স্বাস্থ্যকর্মীদের রক্ষার্থে যা সর্বাধিক প্রয়োজন। সার্জিক্যাল মাস্ক ও এন-৯৫ মাস্ক সহ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর উচ্চ চাহিদার কারণে অনেকেই বাধ্য হচ্ছেন একই মাস্ক পুনরায় পরিষ্কার ও জীবাণুমুক্ত করে পরবর্তীতে ব্যবহার করতে। বর্তমানে বিশেষজ্ঞদের নতুন সমীক্ষায় দেখানো হয় এন-৯৫ মাস্ক কিভাবে জীবাণুমুক্ত করে পরবর্তীতে ব্যবহার করা যাবে।

গবেষকরা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থে এন-৯৫ মাস্ক সংক্রমণমুক্ত ও জীবাণুমুক্ত করার উপায় বের করেছেন যাতে সরবরাহের ঘাটতি থাকলেও তারা পুনঃব্যবহার করতে পারেন।

সর্বাধিক কার্যকর এবং মাস্কের অখন্ডতার উপর কেমন প্রভাব তা দেখার জন্য দলটি চার ধরনের পদ্ধতিতে সংক্রমণ মুক্ত করেছে।

এসময় সার্স কোভ-২ ভাইরাস যুক্ত এন-৯৫ মাস্কের ফিল্টার ফ্যাব্রিকের কয়েকটি ছোট ভাগ করে সংক্রমণমুক্ত করা চেস্টা করেন। এই পদ্ধতিগুলোর মধ্যে ছিল অতিবেগুনী রশ্মি, ৭০% ইথানল স্প্রে, বাষ্পীভূত হাইড্রোজেন পারক্সাইড (ভিএইচপি) এবং 70 ডিগ্রি সেলসিয়াস শুকনো তাপ অন্তর্ভুক্ত।

দলটি আবিষ্কার করেছে যে দুই দফা সংক্রমণমুক্ত করার পরেই ইথানল স্প্রেটি মাস্কের অখণ্ডতা ক্ষতিগ্রস্থ করেছে, বিশেষত শ্বাসযন্ত্রের ফিট এবং সিল। তাই গবেষকদল এ পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে অতি বেগুনী রশ্মি এবং তাপমাত্রার মাধ্যমে সংক্রমণমুক্ত করা গেলেও তা কেবল দুইবারই ব্যবহার করা যায়।

সর্বোপরি, শুধুমাত্র ভিএইচপি দিয়ে সংক্রমণ মুক্ত করা গেলে এন-৯৫ মাস্ক তিনবারের মত ব্যবহার করা যায়। মাত্র ১০ মিনিটের মত ভিএচপি ব্যবহার করাই যথেষ্ট যেখানে বাকি দুই পদ্ধতিতে একঘন্টার মত সময়ের প্রয়োজন। পুনর্ব্যবহারের পূর্বে রেস্পিরেটরি ফিট এবং সিল পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন তারা।

এন-৯৫ মাস্কের অপ্রতুলতার কারনে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) স্বাস্থ্যকর্মীদের নিরাপদ রাখার সময় সরবরাহ সংরক্ষণের জন্য পদ্ধতির সংমিশ্রণের পরামর্শ দেয়। গবেষণায় অবশ্য এই মাস্কগুলো পুনরায় ব্যবহারের জন্য সম্ভাব্য উপায় দেখানো হয়েছে। এই পদ্ধতিগুলি স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষার জন্য চিকিৎসামগ্রী সরবরাহের অভাবে সমস্যা সমাধানে সহায়তা করতে পারে।

তথ্যসূত্র : নিউজ মেডিকেল নেট
নাহিদা হিরা/ নিজস্ব প্রতিবেদক

Platform:
Related Post