X

কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসকদের পাশে প্ল্যাটফর্ম

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
বৈশ্বিক মহামারী হিসেবে ছড়িয়ে পড়া কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রতিনিয়ত সম্মুখ সমরে থেকে লড়াই করে যাচ্ছেন আমাদের চিকিৎসকেরা। পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছাড়াই নিজেদের জীবন বাজি রেখে মানুষের চিকিৎসা সেবায় নিজেদের নিয়োজিত রাখতে তাঁরা বিন্দুমাত্র পিছু পা হন নি। দেশের মানুষের প্রতি তাঁদের এই অবদান অনস্বীকার্য। কিন্তু এই চিকিৎসা সেবা দিতে যেয়ে আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক, কাউকে থাকতে হচ্ছে সেল্ফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইনে। এই পরিস্থিতিতে অনেকেই মনোবল হারিয়ে ফেলছেন, মানসিক ভাবে ভেঙে পড়ছেন।

এমতাবস্থায় চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন ‘প্ল্যাটফর্ম’ চিকিৎসকদের মনোবল ফিরিয়ে আনতে কাউন্সেলিং ও মানসিক সাপোর্ট দেয়ার পরিকল্পনা করছে। এ নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলোচনা হয়েছে। এই উদ্দেশ্যে ‘Platform Support team for Isolated & Quarantined physicians’ ফেসবুক গ্রুপ খোলা হল যেখানে হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা চিকিৎসকদের অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানসিক সাপোর্ট ও পরামর্শ দেয়া হবে।

চিকিৎসাসেবা ও সহায়তা করবেন (জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)

অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, মেডিসিন বিশেষজ্ঞ ও রিউম্যাটোলজিস্ট, চেয়ারম্যান (এক্স), রিউম্যাটোলজি বিভাগ, বিএসএমএমইউ

অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. মুজিবুর রহমান, বিভাগীয় প্রধান, মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি, ঢাকা মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. রাশিদা বেগম, অবস এন্ড গাইনী এন্ড ইনফার্টিলিটি স্পেশালিষ্ট

অধ্যাপক ডা. আলমগীর চৌধুরী, ইএনটি স্পেশালিষ্ট, বিভাগীয় প্রধান, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ

অধ্যাপক ডা. রোকন উদ্দিন, স্কিন স্পেশালিষ্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল

অধ্যাপক ডা. মো. আলী হোসেন, বিশেষজ্ঞ, রেসপিরেটরি মেডিসিন

ডা. মহিউদ্দিন আহমেদ, কনসালটেন্ট, মেডিসিন এন্ড ক্রিটিকাল কেয়ার, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল

ডা. হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রি

ডা. রেজওয়ানুর রহমান, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ।

ডা. আবু সালেহ আহমেদ, সহকারি অধ্যাপক, নেফ্রোলজি, নিকডু

‘Platform Support team for Isolated & Quarantined physicians’ গ্রুপের লিংক:
https://www.facebook.com/groups/571111383503747/?ref=share

নিজস্ব প্রতিবেদক/ ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post