X

ঢাকা সিএমএইচে প্রথম বারের মত শিশু ক্যান্সার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন

২ ফেব্রুয়ারি, ২০২০
সম্প্রতি ঢাকা সেনানীবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রথমবারের মতো শিশু ক্যান্সার বিভাগের তত্ত্বাবধানে এক শিশু ক্যান্সার রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত বছরের ২৬ নভেম্বর কর্নেল শরমিন আরা ফেরদৌসি (শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞ) ও তার দলের নেতৃত্বে ঢাকা সিএমএইচের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (বিএমটি) সেন্টারে ১০ বছর বয়সী শিশু সওদা আক্তারের (নিউরোব্লুাস্টোমা স্টেজ-৪) অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সওদার পিতা ৩৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্পোরাল বেলাল গত বছরের ৩১ জানুয়ারি তাকে সিএমএইচ ঢাকার শিশু বিভাগে নিয়ে আসেন। প্রথমে শিশুটি তিন মাসের জ্বর নিয়ে ভর্তি হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার ‘নিউরোব্লাস্টোমা স্টেজ-৪’ রোগের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এরপর প্রথম পর্যায়ে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ, এরপর কেমোথেরাপি এবং শেষে রোগীর নিজের অস্থিমজ্জা নিজের শরীরে (অটোলোগাস) প্রতিস্থাপন করা হয়। এর মাধ্যমে এই প্রথম দেশে নিউরোব্লাস্টোমা রোগের সম্পূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

শিশু সওদার নিউরোব্লাস্টোমা রোগের শুরু থেকে শেষ পর্যন্ত সিএমএইচ ঢাকার শিশু বিশেষজ্ঞগণ যুক্ত ছিলেন এবং শুরু থেকে অস্থিমজ্জা প্রতিস্থাপন পর্যন্ত প্রত্যেকটি পর্যায় সিএমএইচ ঢাকার সুদক্ষ বিশেষজ্ঞগণের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে যা বাংলাদেশে প্রথম।

উল্লেখ্য নিউরোব্লাস্টোমা শিশুদের একটি স্নায়ুজনিত ক্যান্সার। সারা বিশ্বে এ রোগে বছরে প্রতি মিলিয়নে ১০ জন শিশু আক্রান্ত হয়। ক্যান্সারজনিত কারণে শিশুমৃত্যুর শতকরা ১৫ ভাগ হয় নিউরোব্লাস্টোমার কারণে। এই চিকিৎসার প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে সম্পন্ন করলে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা ৫০ শতাংশ বেড়ে যায়।

আপামর জনসাধারণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সার্বিক সহযোগিতায় ঢাকা সিএমএইচে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কাজ শুরু হয়। সেনা সদর, এজির শাখার (কল্যাণ ও পুনর্বাসন পরিদপ্তর) আর্থিক সহযোগিতায় এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের কারিগরি সহযোগিতায় প্রাপ্তবয়স্ক রোগীদের নিজ অস্থিমজ্জা প্রতিস্থাপন (অটোলোগাস বোনম্যারো ট্রান্সপ্লান্ট) এবং ডোনারের দেওয়া অস্থিমজ্জা প্রতিস্থাপন (অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্ট) সফলভাবে পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে প্রথম শিশু ক্যান্সার রোগীর নিজ অস্থিমজ্জা (অটোলোগাস) প্রতিস্থাপন করা হয়। পরবর্তী পর্যায়ে অন্যান্য শিশু ক্যান্সার রোগের (যেমনঃ Hodgkins Lymphoma, Ewing Sarcoma) অটোলোগাস বোনম্যারো ট্রান্সপ্লান্ট এর মাধ্যমে চিকিৎসা দিতে এই প্রতিষ্ঠান আশাবাদী।

অচিরেই এই প্রতিষ্ঠানে শিশু ক্যান্সার রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে শিশু থ্যালাসেমিয়া রোগীর সম্পূর্ণ আরোগ্যকারী চিকিৎসা অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্টেশন করার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেসামরিক জনগণও ঢাকা সিএমএইচের বিএমটি সেন্টারের এই চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারে।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

Fahmida Hoque Miti:
Related Post