X

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চালু হল Therapeutic Plasma Exchange এবং Stem Cell Collection(Non hematological use) সেন্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চালু হল Therapeutic Plasma Exchange এবং Stem Cell Collection(Non hematological use) সেন্টার।মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জনাব নাসিম এমপি আজ আনুষ্ঠানিকভাবে এটি উদ্ভোদন করেন।সরকারী পর্যায়ে এটিই প্রথম।NINS এ Therapeutic Plasma Exchange চালু থাকলেও সেটি নিউরোলজিকেল কেস সংশ্লিষ্ট রোগগুলোর চিকিৎসায় ব্যবহৃত হওয়ায় সবার জন্য উন্মুক্ত ছিলনা।এখন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে চালুকৃত সেন্টার টি সকল রোগের চিকিৎসায়(যেসব ক্ষেত্রে প্রয়োজন) ব্যবহার সম্ভব হবে বলে আশা করা যায়।আধুনিক সব সুবিধা থাকায় এটি ঢাকা মেডিকেলের ভর্তি রুগীর বাইরেও অন্যান্য হাসপাতাল/ ক্লিনিকের সেবাও নিশ্চিত করা যাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ Mazharul Hoque Tapan স্যার জানান Therapeutic Plasma Exchange এর মাধ্যমে GBS,CIDP,Myathenia Crisis,TTP,Lupus Nephritis,aHUS,ANCA associated kidney diseases,Acute liver failure,Familial Hypercholesterolemia,FSGS,GVHD,Hematopoietic stem cell transplantation(ABO incompatible), Hematopoietic stem cell transplantation(HLA desensitization),Hyperleukocytosis,Hyperviscosity in monoclonal gammapathies,IBD,LEMS,Liver transplantation,severe Malaria,MS,Polycythemia vera,Pruritis due to hepatobiliary diseases,Red cell alloimmunization in pregnancy,Renal transplantation(ABO incompatible), Renal transplantation(ABO compatible),Sepsis with multiorgan failure(refrectory to conventional treatment),Sickle cell disease(acute,non acute),Thrombocytosis,Thyroid storm,Vasculitis,Wilson’s diseases(fulminant) প্রভৃতি রোগের চিকিৎসা সম্ভব এবং এসব রোগের চিকিৎসা সরকারী বন্ধের দিন ব্যাতিত বাকি দিন গুলোতে অফিস চলাকালীন সময়ে নিশ্চিত করা সম্ভব। এছাড়া Drug overdosing,Envenomingএবং Poisoning রোগ যেহেতু ইমারজেন্সি সেহেতু ক্ষেত্র বিশেষে এসব রোগে আক্রান্ত রুগী যারা ঢাকা মেডিকেল কলেজ হাস্পতালে ভর্তি তাদের ক্ষেত্রে অফিস সময়ের বাইরেও চিকিৎসা প্রদানের চেষ্টা করা হবে অদূর ভবিষ্যতে।
Peripheral blood autologous stem cell collection(non hematological use) এখন থেকে নিয়মিত ভাবে করা হবে উক্ত বিভাগে।Multipotent stem cell যেসব রোগের ক্ষেত্রে কাজে লাগছে বা লাগার সম্ভাবনা রয়েছে সেসব ক্ষেত্রে প্রয়োগের জন্য stem cell collection করা সম্ভব হবে এখন থেকে।
এসব সেবা নেওয়ার জন্য উক্ত বিভাগের রেজিস্ট্রার ডাঃ Kashfia Islam মেডামের সাথে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে বিভাগ থেকে।

লেখক:

ডা. আশরাফুল হক।

Mahbubul Haque:
Related Post