X

ঢাকা ডেন্টাল কলেজে অনুষ্ঠিত হয়ে গেলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গত ১ আগস্ট, বৃহস্পতিবার, ঢাকা ডেন্টাল কলেজ প্রাঙ্গণে ডেঙ্গু মশার প্রজননরোধ, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য অনুষ্ঠিত হয়ে গেলো দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

এতে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন অত্র কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির বুলবুল। উক্ত অভিযানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোশাররফ হোসেন খন্দকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, হোস্টেল সুপারবৃন্দ, অধ্যয়নরত সকল ব্যাচের শিক্ষার্থী ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচালিত অভিযানে কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গু মশার প্রজনন রোধকল্পে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এছাড়াও ক্যাম্পাসের হোস্টেল সমূহের আশপাশ জঞ্জালমুক্ত করা হয়।

প্ল্যাটফর্ম ফিচার রাইটার
ডাঃ ফারিহা খান,
ডি-৫১, ঢাডেক

Special Correspondent:
Related Post