X

ডেন্টাল টাইমস এর আয়োজনে,ডেন্টাল ক্যারিয়ার ফ্যাস্টিভাল

তথ্য ঃ  আফসারা নওয়ার, সাফেনা উইমেন ডেন্টাল কলেজ প্ল্যাটফর্ম প্রতিনিধি

দন্তচিকিৎসার পেশায়  আগত নতুন তরুনদের উদ্যোগে গত ৩রা মে,২০১৬ অনুষ্ঠিত হল  ডেন্টাল ক্যারিয়ার ফ্যাস্টিভ্যল।

আয়োজনে ছিল  ‘ডেন্টাল টাইমস’ নামক একটি সংগঠন।

বিএসএমএমইও  এ আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ ইমাদুল হক ।

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন প্রফেসর ডা. মোহাম্মদ আবুল কাশেম , ডা. হুমায়ুন কবির বুলবুল , প্রফেসর ডা. আবুল মালেক ভুইয়াঁ  এবং  প্রফেসর ডা. মুস্তাক এইচ সাত্তার।

ফ্যাস্টিভাল এর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম মহিউদ্দিন চৌধুরী ।

দন্তচিকিৎসক এবং বিডিএস শিক্ষার্থীদের  টইটুম্বুর এই ফ্যাস্টিভ্যল এর প্রধান লক্ষ্য ছিল সদ্য পাশ করা দন্তচিকিৎসক এবং পাশ করার পথের শিক্ষাথীর্দের নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিক নিদের্শনা দেওয়া।

ভবিষ্যতে দন্ত চিকিৎসার বিভিন্ন বিভাগে কিভাবে,কোন পথে যেতে হবে এসকল বিষয়  নিয়ে আলোচনার জন্য স্পীকারদের মধ্যে ছিলেন ডা.শাহানা দস্তগীর , ডা.এস এম আব্দুল কাদের , ডা.আরিফুর রহমান , মেজর জাকির ইসলাম,ডাঃ আরাফাত কবির এবং ডা.তৌহিদুর ইসলাম তৌহিদ ।

আর এই আলোচনা সভার সহ-সভাপতি হিসেবে ছিলেন ডাঃ অবন্তী তাহসিন রাকিব।

সবশেষে ফ্যাস্টিভাল এর সমাপ্তি হয় বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পি তাহসান খান এর গান , এসপ্রান এর কনসার্ট এবং র‍্যাফেল ড্র এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে।

 

Ishrat Jahan Mouri: Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation
Related Post