X

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তা : যে দশটি অভ্যাস ক্ষতি করতে পারে আপনার কিডনির

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

আমরা কোন সন্দেহ ছাড়াই বলতে পারি যে কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অর্গান৷ কিডনি  রক্তকে ডিটক্সাইফাই করে এবং প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত বর্জ্য ফিল্টার করতে সহায়তা করে। কিন্তু কিছু কিছু অভ্যাসে ক্ষতি হতে পারে আপনার কিডনির৷

যে দশটি অভ্যাস আপনার কিডনির ক্ষতি করতে পারে, সেগুলো হচ্ছে :

১) প্রস্রাবের তাগিদ আসলে চেপে রাখা৷

২) পানি কম পান করা৷

৩) লবণ খুব বেশি খাওয়া৷

৪) বেদনাহর ঔষধ নিয়মিত খাওয়া৷

৫) হাই প্রোটিন ডায়েট করা৷

৬) অতিরিক্ত মদ্য পান করা৷

৭) ধুমপান করা।

৮) অতিরিক্ত চা, কফি পান করা৷

৯) সাধারন সংক্রমণ গ্রাহ্য না করা৷

১০) ঘুমের অভাব থাকা।

 

Nusrat Jahan Kheyam:
Related Post