X

করোনা ভাইরাস মিউটেশনঃ ভ্যাক্সিনের কার্যকারিতা বাড়ছে নাকি কমছে?

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার 

ডা. মারুফুর রহমান অপু

করোনা ভাইরাস এর দ্রুত মিউটেশন হয়ে ভাইরাসটি দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে এমন কথা শোনা যাচ্ছিলো। আসলে সত্যিকার অর্থে এই ভাইরাসটির মিউটেশন এর জাতভাই ভাইরাসদের মতই, আলাদাভাবে বেশি না, বরং সাধারন ফ্লু ভাইরাস এর চেয়ে কম। সারা বিশ্বে যে নির্দিষ্ট মিউটেশনটি নিয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো D614G । বাংলাদেশে প্রাপ্ত ভাইরাসগুলোর ৯৬% এরই এই মিউটেশনটি আছে। আমরা এতদিন জানতাম এই মিউটেশনটি হলে ভাইরাসটির ছড়ানোর ক্ষমতা বেড়ে যায় তবে মৃত্যু বেড়ে যায় বা রোগের তীব্রতা বাড়ে এমন প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি আমরা জানতে পেরেছি D614G মিউটেশনের কারনে সংক্রমণ বাড়লেও সম্ভবত ভাইরাসটির মানবদেহে তৈরি হওয়া রোগ প্রতিরোধী এন্টিবডি দ্বারা নিষ্ক্রিয় হয়ে যাবার প্রবণতাও বাড়ে! এ সংক্রান্ত গবেষণা পত্রে mRNA ভ্যাকসিন (যেমন আমেরিকার মডার্নার ভ্যাকসিন) থেকে তৈরি হওয়া এন্টিবডি ব্যবহার করে এই ফলাফল পাওয়া গেছে। অন্যান্য ধরনের ভ্যাকসিনগুলোর জন্যেও এই কথাটি সত্য হবার সম্ভাবনা বেশি। তাই D614G মিউটেশনের কারনে ভ্যাকসিনের কার্যকারিতা না কমে বরং বেড়ে যেতে পারে বলেই ধারনা করা যায়।

সংশ্লিষ্ট আর্টিকেলঃ
১) http://medrxiv.org/cgi/content/short/2020.07.22.20159905
২) https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7337374.1/
৩) https://pubmed.ncbi.nlm.nih.gov/32908978/
৪) https://ncrc.jhsph.edu/research/d614g-spike-mutation-increases-sars-cov-2-susceptibility-to-neutralization/

 

Gazi Abdullah Al Mamun:
Related Post