X

জরুরী সহায়তায় বাঁচলো শিশুর প্রাণ, কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক মা

প্ল্যাটফর্ম নিউজ, ১৪ ডিসেম্বর, ২০২০, সোমবার

গত ৭ ডিসেম্বর, সকালে ডা. নাজমুল হাসান সাগর তার বোন ডা. শবনম মোস্তারির বাচ্চা ছেলের জন্য সহায়তা চেয়ে প্ল্যাটফর্মের ফেইসবুক গ্রুপে একটি স্ট্যাটাস পোস্ট করেছিলেন। ছেলেটির অবস্থা গুরুতর হওয়ায় তৎক্ষণাৎ অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। তবে রোগী কোভিড পজেটিভ হওয়ায় কোনও বেসরকারি হাসপাতাল থেকে এবং কিছু সরকারী হাসপাতাল থেকেও সার্জারির সুবিধা পাওয়া যাচ্ছিল না (কারণ তাদের কোনও কোভিড ডেডিকেটেড ওটি নেই)। মধ্যবর্তী সময়ে ডিএমসির পেডিয়াট্রিক সার্জারি বিভাগ থেকে সহায়তা পাওয়া যায়। তারা একটি কোভিড ডেডিকেটেড ওটি প্রস্তুত করেছিলেন এবং খুব স্বল্প নোটিশের মধ্যেই ল্যাপারোটোমি সার্জারি করেন। পরবর্তীতে পেশেন্টের অবস্থা স্থিতিশীল হয়। ডিএমসির পেডিয়াট্রিক সার্জারি দলের বর্ধিত সমর্থন ও সহায়তার জন্য রোগীর স্বজনরা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। প্রফেসর ডা. আশরাফুল হক কাজল, অধ্যাপক ডা. সামিদ, সহযোগী অধ্যাপক ডা. মঈন, সহকারী অধ্যাপক ডা. মাসুদ, ডা. ফরিদ, ডা. মিনার, ডা. ইফতেখার, ডা. ফাতেমা ও আরও অনেকের সদয় সহায়তার জন্য এবং ডিএমসির অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রোগীর স্বজনরা।

ডা. তাসনুভা বুবলি (রেজিস্ট্রার পেডিয়াট্রিক মেডিসিন ডিএমসি), ডা. কুন্তাল দাস (জেনারেল সার্জারি, মনসুর আলি মেডিকেল) এবং ইব্রাহিম কার্ডিয়াক পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাদের কঠিন সময়ে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন করার জন্য। সম্মানিত প্রধান নির্বাহী অধ্যাপক ডা. মারশীদ, অধ্যাপক ডা. রেজাউল করিম (যদিও তিনি একজন কার্ডিওলজিস্ট তবে রোগীকে তাঁর অধীনে ভর্তি হতে এবং প্রতিটি প্রয়োজনীয় কাজটি করার অনুমতি দিয়েছেন।), ডা. শায়লা, ডা. মাসুমা, ডা. তৈমুর, ডা. মেহতাজ, ডা. সাহনাজ, ডা. সানী, ডা. নওশীন (রেডিওলজি আইসিসিআরআই), অধ্যাপক ডা. শোহিদ (পেডিয়াট্রিক কার্ডিওলজি, আইসিএইচআরআই), অধ্যাপক ডা. দেলোয়ার হোসেন (পালমোনোলজি বার্ডেম), অধ্যাপক ডা. আবেদ হোসেন মোল্লা (পেডিয়াট্রিক মেডিসিন বার্ডেম), অধ্যাপক ডা. শাহিন (পেডিয়াট্রিক সার্জারি বার্ডেম) এবং আইসিএইচআরআইয়ের জরুরি মেডিকেল অফিসারদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাতে চেয়েছেন রোগীর মাতা ডা. শবনম মোস্তারি।

সর্বোপরি, সাহায্য করার জন্য প্রফেসর ডা. আরমানে ওয়াদুদ, সহযোগী প্রফেসর ডা. রোকনুজ্জামান সেলিম এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের সকলের (সহকর্মী, সিনিয়র ডাক্তার) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই দুঃসময়ে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা ও আন্তরিকভাবে সাহায্য করার জন্য প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

 

Sayeda Alam:
Related Post