X

চিকিৎসক সপ্তাহের আলোচনা সভা “মেডিকেল শিক্ষাব্যবস্থাঃ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ”

প্ল্যাটফর্ম নিউজ, ৬ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

গত ১ এপ্রিল, ২০২১ হতে প্ল্যাটফর্ম ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট এর যৌথ উদ্যোগে পালিত হচ্ছে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান “চিকিৎসক সপ্তাহ ২০২১”। এরই অংশ হিসেবে গত ২রা এপ্রিল, রাত ৮.০০ ঘটিকায় অনুষ্ঠিত বিশেষ পর্বে আলোচনা করা হয় মেডিকেল শিক্ষা ব্যবস্থার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে।

উক্ত অনলাইন ভিত্তিক আলোচনা অনুষ্ঠানের উপস্থাপিকা হিসেবে ছিলেন ডা. সামান্থা রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমেঃ অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল জলিল চৌধুরী(সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান, মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক (মেডিসিন বিশেষজ্ঞ ও রিউম্যাটোলজিস্ট, সাবেক চেয়ারম্যান, রিউম্যাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়) এবং অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান (প্রধান গবেষক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টার, সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ)। আলোচনা পর্বে একে একে অতিথিবৃন্দ তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন।

শুরুতেই অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক জানান, “অতীত এবং বর্তমানে তেমন কোনো মৌলিক পরিবর্তন হয়নি। তিনি মেডিকেল শিক্ষা ব্যবস্থার অতীত ও বর্তমান নিয়ে আরও বলেন, “বিভিন্ন পারিপার্শ্বিক কারণে শিক্ষাব্যবস্থার মান, পরিবেশ ও মূল্যবোধের কিছুটা অবনতি হলেও তথ্য প্রবাহ ও সামগ্রিক ভাবে বিজ্ঞানের অবাধ বিস্তারে আজকালকার এমবিবিএস এর ছাত্র-ছাত্রীদের অধিগমন পূর্বের তূলনায় আরও বেশি সম্প্রসারিত।”

ছবিঃ আলোচনা সভার একাংশ

অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীর কাছে মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থা ও স্কিল সেন্টার নিয়ে জানতে চাওয়া হলে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, “পুরাতন কিছু মেডিকেলে শিক্ষাব্যবস্থার পাশাপাশি আনুষাঙ্গিক যন্ত্রপাতি, টেকনোলজি ও দক্ষ জনবল কিছুটা থাকলেও সরকারি ও বেসরকারি, নতুন ও পুরাতন মেডিকেল কলেজ গুলোর বেশিরভাগেই রয়েছে মৌলিক বিষয়গুলোর শিক্ষক সংকট, যন্ত্রপাতিরও দক্ষ জনবলের সংকট।”

অন্যদিকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের মেডিকেল শিক্ষাব্যবস্থার মূল পার্থক্য সম্পর্কে অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “মেডিকেল শিক্ষাব্যবস্থার কারিকুলামে একটা বৈশ্বিক পরিবর্তন এসেছে। কিন্তু আমাদের দেশের কারিকুলাম এখনও বেশ পুরাতন। যেজন্য আমাদের সমন্বিত শিক্ষায় এবং ছাত্র-ছাত্রীদের জ্ঞানার্জন এ অনেক ঘাটতি রয়েছে। একজন নিরাপদ চিকিৎসক তৈরীতে প্রয়োজন সমন্বিত শিক্ষা।

এছাড়াও ঘন্টাব্যপী আলোচনা পর্বের সম্পূর্ণ সময় জুড়ে অতিথিবৃন্দগণ বাংলাদেশ মেডিকেল শিক্ষাব্যবস্থার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর নানা ভালো দিক ও সংকটাবস্থা, মানসম্মত শিক্ষাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ ও সমাধান তুলে ধরেছিলেন তাদের বক্তব্যে।

নিজস্ব প্রতিবেদক
নাজমুন নাহার মীম

হৃদিতা রোশনী:
Related Post