X

অটিজম দিবস উপলক্ষ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে প্ল্যাটফর্মের কার্যক্রম

প্ল্যাটফর্ম নিউজ, ৬ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

চিকিৎসকদের কার্যক্রম ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি ও বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের বিভিন্ন পর্যায়ের সমন্বিত সভায় ১ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত “চিকিৎসক সপ্তাহ” উদযাপন করার উদ্যোগ নিয়েছেন। এবারের প্রতিপাদ্য বিষয় হলো- “স্বাস্থ্যখাতের সকল অংশে চিকিৎসকদের সমান অংশীদারিত্ব নিশ্চিত এক আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শর্ত।” এরই মধ্য দিয়ে ২ এপ্রিল পালিত হল ১৪ তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস”। এ উপলক্ষ্যে Let the sunshine team ও প্ল্যাটফর্ম গাজীপুর জোনের পক্ষ থেকে অটিজম সম্পর্কে সঠিক তথ্য প্রদানে একটি ছোট্ট আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথম পর্যায় অটিজম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়।

আত্মসংবৃতি বা অটিজম (ইংরেজি: Autism) একটি স্নায়ু-বিকাশমূলক ব্যাধি, যা বয়স তিন বছর হবার পূর্বেই প্রকাশ পায়। অটিজমে আক্রান্ত শিশুরা সামাজিক আচরণে দুর্বল হয়, পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও এরা কম সক্ষম। মানসিক সীমাবদ্ধতা ও একই কাজ বারবার করার প্রবণতা থেকে এদের শনাক্ত করা যায়। গবেষকরা মনে করেন জেনেটিক, ননজেনেটিক ও পরিবেশগত প্রভাব অটিজমের জন্য দায়ী। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি বা শিশুরা সামাজিকতা পালন করতে পারে না, নিজের আগ্রহ, আবেগ আর অনুভূতি অপরের সঙ্গে শেয়ার করতে পারে না। একই ধরনের আচরণ বারবার করতে থাকে। যেমন হাতে তালি দেওয়া, মেঝেতে ঘুরতে থাকা, বারবার আঙুলের সঙ্গে আঙুল প্যাঁচানো ইত্যাদি। অটিজমের বৈশিষ্ট্য নির্ণয় আর পরিচর্যার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে হবে। ভ্রান্ত ধারণা আর বিষয়টিকে অস্বীকার করার প্রবণতা পরিহার করতে হবে। অটিজমকে ভয় না পেয়ে অটিজম আছে এমন শিশুকে আড়ালে না রেখে উপযুক্ত পরিচর্যা আর সেবা দেওয়া প্রয়োজন। এতে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিরা সমাজে তাদের সক্ষমতা অনুযায়ী অবদান রাখতে পারবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে স্পেশাল চাইল্ড ইয়েসাদ বেনসালেমের একটি অসাধারণ পেইন্টিং আমাদের মুগ্ধ করেছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরাও সাধারণ শিশুদের মত প্রতিভাবান তার একটি দৃষ্টান্ত ইয়েসাদ বেনসালেম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে তুলে ধরা হয়েছে “বিউটিফুল মাইন্ড অটিজম” স্কুলের শিক্ষার্থীদের দারুণ কিছু মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা। অটিজম শিশুদের অসাধারণ নৃত্যের মধ্য দিয়ে শেষ হয় ১৪তম “বিশ্ব অটিজম সচেতনতা দিবস” উপলক্ষে প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানটি। আমাদের সচেতনতাই পারে অটিজম শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।

 

Jannatun Nur Aymon:
Related Post