X

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোভিড-১৯ টেস্টের জন্য পিসিআর ল্যাব চালু

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ মে ২০২০, বৃহস্পতিবার:

কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের জন্য দেশে ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি উদ্যোগে পিসিআর ল্যাবে টেস্ট কার্যক্রম চালু হয়েছে।

দেশের বিশ্ববিদ্যালয় গুলোর জীববিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি ল্যাবসমূহের সক্ষমতা আছে RT-PCR টেস্ট করার। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদকে পিসিআর ল্যাব চালু করার অনুমতি প্রদান করা হয়েছে। এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কোভিড-১৯ এ শনাক্তের টেস্ট করা যাবে।

গত ২৭ মে বুধবার পিসিআর ল্যাব চালুর অনুমতি দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত চিঠি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পাঠানো হয়। চিঠিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোভিড-১৯ টেস্টের জন্য ল্যাবরেটরি চালুর জন্য অনুমতি প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক : ফিরদাউস আলম

Platform:
Related Post