X

চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসক ডাঃ ইমতিয়াজ করিমের মৃত্যু

বাসায় আগুন লেগে ইমতিয়াজ করিম(৪৮) নামে একজন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়া হয় তাঁর স্ত্রী সাবরিনাকে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের খুলশীর চার নম্বর সড়কের দশ নম্বর বাড়ির দুই তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চিকিৎসক ইমতিয়াজ করিম ও তার স্ত্রীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আগুনে ইমতিয়াজ করিম ও তাঁর স্ত্রীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। আজ দুপুর ২টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ইমতিয়াজ করিমের মৃত্যু হয়েছে।

“বৈদ্যুতিক গোলযোগ থেকে এয়ার কন্ডিশনে(এসি) আগুন লাগে। পরে এসির গ্যাস চেম্বার বিস্ফোরণ হয়ে আগুন ঘরে ছড়িয়ে পড়ে” বলে জানা যায়। ডাঃ ইমতিয়াজ করিম চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৭ তম ব্যাচের ছাত্র, তিনি কিছুদিন আমেরিকা প্রবাসী ছিলেন এবং তাঁর স্ত্রী একজন আইনজীবী। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজের বার্ন আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

আগামীকাল বাদ আসর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে, সকলকে শামিল হতে অনুরোধ করা হচ্ছে।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (16)

Related Post