X

গাড়ি পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারাঃ পূর্বাপর

গাড়ি পাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারাঃ পূর্বাপর

প্রাধিকার ভিত্তিতে সরকারি গাড়ি পেতে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারা। ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ একেএম মোস্তফা কামাল জেলার বিভিন্ন উপজেলার চিকিৎসক কর্মকর্তা এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে আজ(১০/৮/১৫) অনানুষ্ঠানিকভাবে এ তথ্য জানান। প্রাথমিকভাবে মহিলা উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তারা এ সুবিধা পেতে যাচ্ছেন। পর্যায়ক্রমে বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি গাড়ি পাবেন। এ উদ্দেশ্যে ৫০-৬০টা গাড়ি ক্রয় প্রক্রিয়াধীন আছে। সাম্প্রতিক কালে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী উর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। বেশ কিছুদিন যাবৎ আমলাতান্ত্রিক জটিলতায় উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সরকারি গাড়ি প্রাপ্তির প্রক্রিয়া থেমে ছিল। অসমর্থিত সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ের সর্বোচ্চ চিকিৎসা কর্মকর্তাদের সরকারি গাড়ির প্রয়োজনীয়তা এবং যথাযথ রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রশাসনের উচ্চ পর্যায়ে মতপার্থক্য ছিল। প্রসংগত উল্লেখ্য যে, স্বাস্থ্যখাতে অর্জিত সাফল্য আরো সুদৃঢ় করতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময়ে উপজেলা পর্যায়ে চিকিৎসকদের গাড়ি-বাড়িসহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন।

মূল সংবাদ এটুকুই। “পাচ্ছেন” একটি Present Indifinite Tense। অনির্দিষ্টকাল পর্যন্তও সেটা চলতে পারে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি পাবার সাথে সম্পর্কযুক্ত নয় তবুও কিছু তথ্য শেয়ার করছি। গত পাঁচ মাসে অন্তত তিনজন সরকারি কর্মকর্তা কর্মস্থলে আসা বা যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন। ২৪ মার্চ ডাঃ সামি বিন সাহিদ সড়ক দূর্ঘটনায় নিহত হন তিনি ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহে কর্মরত ছিলেন। ৩০মে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক এবং কার্ডিওলজি বিভাগের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থী ডাঃ হিমেল। ৩ জুন সড়ক দূর্ঘটনায় নিহত হন ডাঃ ফয়সাল আহমেদ বাবু। নিজ কর্মস্থল দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেরার সময় এ দূর্ঘটনা ঘটে।

ডাঃ হিমেল, ডাঃ বাবু বা ডাঃ সামি কোন ভাবে RANDOM কোন নাম নয়। এরকম অসংখ্য ভবিষ্যত ডাঃ হিমেল, ডাঃ বাবু বা ডাঃ সামি এ মুহূর্তেই ইউনিয়ন সাব সেন্টার অথবা উপজেলা বা সদর হাসপাতালের যাওয়া আসা করছে। এরকম অনেক মহিল সহকর্মী আছেন নিয়ম করে মধ্য রাতে ট্রেন ধরে কর্মস্থলে যাওয়া আসা করছেন। আরেকজনকে কর্মস্থলে স্থাপনা নেই আবার বিশেষ কারণে(নিরাপত্তার জন্য কারণটা লেখাও যাচ্ছেনা) বাড়ি ভাড়াও দিচ্ছেনা স্থানীয়রা তাই দৈনিক তিন ঘন্টা বাস-সিএনজি-মাহিন্দ্রই ভরসা। সাত নম্বর সিগন্যাল ঘূর্ণিঝর কোমেনের মধ্যেও বঙ্গোপসাগর পাড়ি দিতে হয়েছিল একজনকে। এক হাঁটু বন্যার পানিতে মোমবাতি জ্বেলে সেবা দিয়ে চলেছেন আরো কতজন জনসেবক।৩৩ তম বিসিএসের জয়েনিং এর আগে জানতাম চা বাগানেই শুধু সাপ দু’দিন পর পর ধরা খেয়ে পত্রিকার পাতায় শিরোনাম হয়, কিন্তু এখন জানি গত এক বছরে প্রথম শ্রেণীর কর্মকর্তার বাসার দেয়ালে-মেঝেতে শোভা বাড়ায় সরীসৃপ। কোথায় পাজেরো গাড়ি, জনগণের ট্যাক্সের টাকা শ্রাদ্ধ হচ্ছে আর আমি অপ্রাসঙ্গিক মায়া কান্না জুড়ে দিয়েছি-সবাইকে গাড়ি দেয়া গরীব রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়, উপজেলাউ ফ্ল্যাট দেয়াও সম্ভব না। তবে তাঁদের জন্য গাড়ির প্রস্তাব বড় কর্তাদের অদরকারি মনে হয়। চোরের জন্যে যেমন পাহাড়া বসে, প্রথম শ্রেণীর “____” জন্য পাহাড়া বসে-হ্যালো ডাক্তার, আছেন ডাক্তার।

একটু নিরাপত্তা, বাসযোগ্য আবাস, পদমর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ সুযোগ সুবিধা দিতে কোটি টাকার বাজেটের দরকার নেই-যুক্তিযুক্ত মানসিকতা হলেই চলে। কিন্তু আমরা নিজেরাই এত নিচে নেমে গেছি নিজেদের কর্মগুণে যে আমাদের আওয়াজ উপর তলায় পৌঁছায় না।

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (22)

Related Post