X

গাজীপুরের আর্তমানবতার সেবায় এগিয়ে চলেছে মেডিসিন ক্লাব,শতামেক ইউনিট

গাজীপুরের আর্তমানবতার সেবায় এগিয়ে চলেছে মেডিসিন ক্লাব,শতামেক ইউনিট। আর্ত মানবতার সেবায় কাজ করে যাওয়া মেডিসিন ক্লাবের নবীনতম ইউনিটগুলোর মধ্যে একটি মেডিসিন ক্লাব, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ইউনিট অন্যতম।

বিশ্ব ডায়াবেটিস দিবসে র‍্যালি এবং আলোচনার সভার আয়োজনে মেডিসিন ক্লাব-শতামেক ইউনিটের শিক্ষার্থীরা …

২০১৬ সালে ইউনিট গঠনের পর ২০১৮ সালের নভেম্বর মাসে মেডিকেলের ৫ম বর্ষের শিক্ষার্থী এ.আর.নাহিদ কে সভাপতি এবং মলয়  চৌধুরী কে সাধারণ সম্পাদক করে পুর্নাঙ্গ কমিটির কার্যক্রম শুরু হয়। তখন থেকে গাজীপুরের এই ইউনিটটি মানবসেবায় নিরন্তর কাজ করে চলেছে। গত ২-৩ মাস জুড়ে মেডিকেল হাসপাতালে আসা প্রায় ৫০% রক্তের চাহিদার যোগান দিয়েছে মেডিসিন ক্লাব শতামেক ইউনিট। প্রায় ১৫ ব্যাগ রক্তের জোগান দেয়া হয় কেবল জানুয়ারি মাসেই – রক্তদাতারা বুঝে পেয়েছেন ডোনার কার্ড। সেই সাথে নতুন করে আরো কয়েকজন থ্যালাসেমিয়া রোগীকে নথিবদ্ধ করা হয় এবং তাদের চাহিদা অনুযায়ী রক্ত সরবরাহ করে ক্লাবটি। থ্যালাসেমিয়ার রোগীদের নিয়ে কাজ করে যাওয়া সংগঠনটি কিছুদিনের মধ্যেই সন্মাননা পুরষ্কার পায় ল্যাব ওয়ান ফাউন্ডেশনের সাথে যৌথভাবে সচেতনতামুলক সেমিনার আয়োজনের জন্য।

মেডিসিন ক্লাব-শতামেক ইউনিটের কয়েকজন সদস্য

পরবর্তীতে হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডাঃ আমীর হোসাইন রাহাত ক্লাবের পরবর্তী কার্যক্রম সুষ্টুভাবে পরিচালনার জন্য মেডিসিন ক্লাবের জন্য রুম বরাদ্দ করেন ; নতুন রুমে ক্লাবের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। মেডিসিন ক্লাব তো কেবল একটি ক্লাব নয়, পরিবারও। ক্লাসে পড়ার যে বিষয়গুলো দুর্বোধ্য মনে হয়, পরস্পরের সহযোগিতার মাধ্যমে সেগুলো সহজ হয়ে যায়। তাই ক্যাম্পাসে নবাগত ব্যাচের শিক্ষার্থীদের জন্য পরিচিতিমুলক সভা ও প্রি-ক্লিনিক্যাল ক্লাসের আয়োজন করবার মাধ্যমে তাদের সাথে ক্লাবের সংযোগ বাড়ে এবং প্রায় অর্ধ শতাধিক নতুন সদস্য ক্লাবে যোগদান করে এছাড়া জাতীয় প্রেসক্লাবে মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ (১৮-১৯)আয়োজিত ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সরব উপস্থিতি ছিলো শতামেক ইউনিটের। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান, ভ্যাকসিনেশন, প্রাকৃতিক দুর্যোগের সময় চিকিৎসা-সহায়তা দেওয়া, ত্রাণ বিতরণ, শীতে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি কাজ নিয়মিত করে চলেছে মেডিসিন ক্লাব শতামেক ইউনিট।

 

প্ল্যাটফর্ম ফিচার রাইটার : নূর ই আফসানা

মুগদা মেডিকেল কলেজ

সেশন – ২০১৫-১৬

জামিল সিদ্দিকী: A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Related Post