X

গণমাধ্যম সব সময় চিকিৎসকদের, চিকিৎসা ব্যবস্থাকে ‘গালাগালি’ করে-তথ্যমন্ত্রী

“ব্যবসা ভালো না হলে টিভি চ্যানেল বন্ধ করে দেন”বৃহস্পতিবার বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতার সময় তথ্য মন্ত্রী এসব কথা বলেন।

দেশের বিভিন্ন পত্রপত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে অপচিকিৎসা চালানো হচ্ছে বলে চিকিৎসকরা অভিযোগ করলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি টিভি চ্যানেলগুলোর সঙ্গে কথা বলেছি। তারা বলে ব্যবসা ভালো না, তাই দেখাতে হয়। আমি বলেছি ব্যবসা ভালো না হলে বন্ধ করে দেন। আসলে এই ব্যবসা তো ‘ফ্রন্ট’ এর ব্যবসা। আসল ব্যবসা হচ্ছে ভয় দেখানো।’

কিডনি নিয়ে পত্রিকায় প্রকাশিত খবরের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘দেশে আগে কত সুন্দর কিডনি ট্রান্সপ্লান্ট হতো। একটি পত্রিকা এ নিয়ে রিপোর্ট করার পর তা বন্ধ হয়ে গেল। সব রোগী এখন ভারতে চলে যাচ্ছে। আমি মনে করি অপচিকিৎসার মতো এটিও অপসাংবাদিকতা।’

হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম সব সময় চিকিৎসকদের, চিকিৎসা ব্যবস্থাকে ‘গালাগালি’ করে। প্রতিদিন ৩০ লাখ মানুষ বিভিন্ন হাসপাতালে সেবা পান, সাত হাজারেরও বেশি অস্ত্রোপচার হয়। কয়জন রোগী মারা যাচ্ছে? আপনারা ক্যামেরা নিয়ে হাসপাতালের সামনে বসে থাকুন। দেখবেন কত ভালো আমাদের চিকিৎসকরা। আসুন আমরা সবাই এই চিকিৎসকদের হাততালি দিই।’তিনি আরো বলেন-“দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে লেখার আগে সাংবাদিকদের অন্তত ১০ বার ভাবা উচিৎ”।

সূত্রঃ বাংলাট্রিবিউন

ডক্টরস ডেস্ক: bddoctorsplatform@gmail.com

View Comments (7)

  • উনি তো ভাল ট্যালেন্ট, সত্যি কথাটাই বলেছেন। উনি কি মন্ত্রী নাসিমকে কথাটা বলতে পারেন??????????

  • সরকার তো সব ভালই বোঝে। তাহলে নতুন নতুন ফালতু নিয়ম তৈরি করে মেডিকেল স্টুডেন্টদের হতাশা কেন বাড়ায়?

  • এত কথা বললেন,অপসাংবাদিকতা বিষয়ে কঠিন আইন এর কথা বলেন না।।।

  • শুধু সাংবাদিক!!!! আরো লোক আছে!!!!!!! সবগুলো পাজী।

  • শুধু সাংবাদিক!!!! আরো লোক আছে!!!!!!! সবগুলো পাজী।

  • টাকলা নাসিম রে বাদ দিয়া উনারে সাথ্য মন্ত্রি বানানো হোক...

Related Post