X

খুলনা মেডিকেলে আক্রান্ত হলো আরোও ২ জন চিকিৎসক

২০শে এপ্রিল, সোমবার,২০২০

খুলনা মেডিকেল কলেজের করোনা ভাইরাসে আক্রান্ত হলো আরোও দুইজন চিকিৎসক। আজ রোববার রাত সাড়ে আটটার দিকে তাদের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন কলেজটির অধ্যক্ষ আবদুল আহাদ। তিনি বলেন আজ নতুন করে আরোও দুইজন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায় ওই কলেজের এক চিকিৎসকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়।

কলেজ কর্তৃপক্ষ জানায় আজ সকালে ওই কলেজের প্রায় ৫০ জন চিকিৎসকের করোনা পরীক্ষা করা হয়। এতে ওই দুজন চিকিৎসকের করোনা ধরা পড়ে। আজ সকালে অধ্যক্ষের কার্যালয়, উপাধ্যক্ষের কার্যালয়, টিচার্স লাউঞ্জসহ আরও কয়েকটি স্থান লকডাউন করা হয়। হাসপাতালের সব চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অধ্যক্ষ আবদুল আহাদ জানান গতকাল আক্রান্ত হওয়া চিকিৎসককে করোনা হাসপাতালে (খুলনা ডায়াবেটিক হাসপাতাল) পাঠানো হয়েছে। অন্যদের গেস্ট হাউজেই রাখা হয়েছে। এখন নতুন আক্রান্ত ওই দুই চিকিৎসককে করোনা হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। গেস্ট হাউজে থাকা অন্যদের খুলনা নগরের একটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। কয়েক দিন পর আবার তাঁদের করোনা পরীক্ষা করা হবে।

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

Rapid News:
Related Post