X

খুলনায় চিকিৎসকের মর্মান্তিক হত্যার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকবার্তা প্রকাশ

প্ল্যাটফর্ম নিউজ, ১৮জুন, ২০২০, বৃহস্পতিবার

রোগীর স্বজনদের দ্বারা নৃশংসভাবে মারধরের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মৃত্যুবরণ করেন খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক এবং বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর অধ্যক্ষ ডা. আবদুর রকিব খান।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও তীব্র নিন্দা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৭ই জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক শোকবার্তায় তা প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ গর্ভীরভাবে শােকাহত। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক(প্রশাসন) ডা. মোঃ বেলাল হোসেন শোকবার্তায় এই বিবৃতি দেন।

নিহত চিকিৎসকের শােক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে অনতিবিলম্বে তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসক সেনার নিয়ােজিত সকল চিকিৎসকদের নিরাপত্তার দাবী জানানো হয়।

Ruhana Auroni:
Related Post