X

কোভিড-১৯ আক্রান্ত আইনজীবীদের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার আদেশ জারি

প্ল্যাটফর্ম নিউজ, ১৮জুন, ২০২০, বৃহস্পতিবার

করোনায় আক্রান্ত আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিশেষায়িত হাসপাতালে উন্নত চিকিৎসা প্রদান ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবির লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর আবেদন করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ই জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সরকারি আদেশে একটি চিঠি জারি করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডা. মোঃ আমিনুল হাসান মহাপরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে চিঠিটি জারি করেন।


বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদের অনেকেই বিভিন্ন হাসপাতালে সময়মত ভর্তি ও চিকিৎসা নিতে পারছেন না।

এমতাবস্থায় সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সমিতির আবেদনের প্রেক্ষিতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় আইনজীবী ও তাঁদের পরিবর্গকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরাস্হ জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসা সুবিধা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এবং উক্ত হাসপাতালে এ সংক্রান্ত চিঠি বিতরণ করা হয়েছে।

Ruhana Auroni:
Related Post