X

কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টের আহ্বান

প্ল্যাটফর্ম নিউজ
বুধবার, ২৯শে এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

লেখা: অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন
(সভাপতি, বাংলাদেশ সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজিস্টস।)

#জরুরী না হলে রেডিওথেরাপি শুরু করার প্রয়োজন নেই।

#দ্রুত বর্ধনশীল টিউমারের ক্ষেত্রে রেডিওথেরাপি শুরু করুন।

#আর্জেন্ট বা জরুরী ক্ষেত্রে রেডিওথেরাপি শুরু করুন।

#কোভিড-১৯ ধরা পড়লে চিকিৎসাধীন রোগীর রেডিওথেরাপি বন্ধ করুন।

#যাদের রেডিওথেরাপি চিকিৎসা চলছে তারা সুস্থ থাকলে চিকিৎসা চলতে পারে তবে পারিপার্শিক পরিস্থিতি বিবেচনা করে রোগী নিজেও চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলে তাকে সেভাবে সহায়তা করুন।

#হাইপো ফ্রাকশনেশন এর মাধ্যমে দ্রুত চিকিৎসা শেষ করুন। (যাদের ক্ষেত্রে প্রযোজ্য)

#ফুসফুসে/বুকে রেডিওথেরাপি বন্ধ করুন।

#ব্রেস্ট এবং প্রস্টেট এ রেডিওথেরাপি বন্ধ রাখুন।

#জটিল চিকিৎসা পরিহার করুন।

#দুই তৃতীয়াংশ স্টাফ কাজ করুন, বাকী এক তৃতীয়াংশ ছুটিতে থাকবেন যেন একটা ব্যাক-আপ ব্যবস্থা থাকে নতুবা সবাইকে এক সাথে কোয়ারান্টাইনে যেতে হতে পারে।

#স্ক্রীনিং না করে কেমোথেরাপি শুরু করা যাবে না।

#প্রযোজ্য ক্ষেত্রে ওরাল কেমো বা হরমোন থেরাপি শুরু করুন।

#ইকোকার্ডিওগ্রাম করা যাবে না।

#রক্ত পরীক্ষা যত কম করানো যায়।

#অন্যান্য দেশের অভিজ্ঞতা কাজে লাগান।

#ওপিডি/বহির্বিভাগ বন্ধ রাখুন, এটা নিরাপদ নয়।

#রোগীর এটেন্ডেন্ট কমানো জরুরী।

#ফলো আপ বন্ধ রাখুন।

#ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করুন।

#টেলিমেডিসিন ব্যবস্থায় পরামর্শ দিন।

#নিরাপত্তা নিশ্চিত করতে পিপিই ব্যবহার এবং প্রয়োজনে কর্ম ক্ষেত্রে ৭/১৪ ফর্মুলা প্রয়োগ করুন। কেননা সর্বশেষ তথ্য অনুযায়ী ইতিমধ্যেই চার শতাধিক চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

#সবাই সুস্থ থাকুন।

হৃদিতা রোশনী:
Related Post