X

কোভিড-১৯ বিষয়ক যাবতীয় তথ্য ও সাহায্য পাবেন “করোনা ইনফো” ওয়েবসাইটে

২৮ মার্চ ২০২০: কোভিড-১৯ বিষয়ক যাবতীয় তথ্য ও সাহায্য এখন পাওয়া যাবে “করোনা ইনফো” (corona.gov.bd) ওয়েবসাইটে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও তথ্য প্রযুক্তি বিভাগ এবং ইউএনডিপি এর সম্মিলিত উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এই ওয়েবসাইট। এতে সামগ্রিক সহায়তা করেছে প্ল্যাটফর্ম।

উক্ত ওয়েবসাইটের উল্লেখযোগ্য ফিচার
১. সরাসরি হটলাইনে কল করার সুযোগ
২. উপসর্গ অনুযায়ী করোনার সম্ভাব্যতা যাচাই
৩. চিকিৎসক কিংবা সচেতন প্রতিবেশী হিসেবে সম্ভাব্য করোনা আক্রান্ত রোগী সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানোর সুযোগ
৪. কোভিড-১৯ সংক্রান্ত সকল প্রেস রিলিজ ও ডিজিটাল কন্টেন্ট
৫. কোভিড-১৯ সংক্রান্ত সকল গাইডলাইন
৬. বাংলাদেশে কোভিড-১৯ এর বর্তমান অবস্থা বিষয়ক তথ্য
৭. স্বেচ্ছাসেবী চিকিৎসক হিসেবে যোগ দেয়ার সুযোগ
৮. করোনা ইনফো বট

এই ওয়েবসাইট দেশের জনগণকে বিভিন্ন বিভ্রান্তি এড়াতে এবং সঠিক তথ্য প্রচার ও প্রাপ্তিতে সহায়তা করবে।

Platform:
Related Post