X

কোয়ারান্টাইনে এ থাকা চিকিৎসকদের জন্য এগিয়ে আসলেন ডা. ইমরান আলম চৌধুরী

২৮ মার্চ ২০২০: গত ২৪ মার্চ কক্সবাজারে প্রথম করোনা রোগী সনাক্ত হলে আতংক ছড়িয়ে পরে সবদিকে৷ কক্সবাজার সদর হাসপাতালে করোনা রোগীর সংস্পর্শে আসার কারনে ৮ জন চিকিৎসকসহ প্রায় ২১ জন স্বাস্থ্যকর্মীকে কোয়ারান্টাইনে যেতে হয়৷ হেনস্থার স্বীকার হোন কয়েকজন ডাক্তার। সরকারী ডাকবাংলো ত্যাগ করার জন্য চাপ দেওয়া হয় উপরমহল থেকে৷

চিকিৎসকদের এমন দূর্যোগের সময় এগিয়ে এলেন আসলেন চট্রগ্রাম বিএমএর সেন্ট্রাল কাউন্সিলর ডাঃ ইমরান আলম চৌধুরী৷ তার ফেসবুক স্ট্যাটাসে তিনি ঘোষনা দেন, “আমাদের পারিবারিক হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালে ২২টি রুম ডাক্তারদের জন্য বরাদ্দ করা হয়েছে। কক্সবাজার বি.এম.এ জেনারেল সেক্রেটারি, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডা. অনুপম বড়ুয়া এবং সিভিল সার্জনের তত্ত্বাবধানে ডাক্তারদের রাখা হবে। ডাক্তারদের নিয়মিত সকালের নাস্তা, দুপুর এবং রাতের খাবার ও সরবরাহ করা হবে এবং আগামীকাল ১০০ PPEও ডাক্তারদের দেয়া হবে।”

নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফর রহমান তুষার

Platform:
Related Post