X

কক্সবাজার হাসপাতালে চিকিৎসকদের দুর্ভোগ – সহযোগিতায় বিএমএ

২৮ মার্চ ২০২০: সরকারী নির্দেশে অল্পকিছু সংখ্যক দোকান খোলা রয়েছে কক্সবাজার শহরে৷ বন্ধ আশেপাশের খাবার হোটেলও৷ কিন্তু থেমে নেই কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাসেবা৷ একজন করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকেই থমথমে পরিবেশ চারিদিকে৷ আতংকিত জনসাধারণ৷ এদিকে খাবার দোকানগুলো বন্ধ হওয়ায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছিলো চিকিৎসকদের৷ এ চরম মুহুর্তে এগিয়ে এল কক্সবাজার বিএমএ এর নেতৃবৃন্দরা৷

হাসপাতালের চিকিৎসকদের জন্য নিজস্ব অর্থায়নে জরুরী ভিত্তিতে রাতের খাবারের ব্যবস্থা করেন এবং ঘোষনা দেন কাল থেকে দুপুর এবং রাতের খাবারের ব্যবস্থা করবেন৷ কক্সবাজার বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. মারুফুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন “আজকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের খাদ্যের অসুবিধা জানার সাথে সাথে রাতে কর্মরত সকল চিকিৎসকের জন্য জরুরি ভিত্তিতে রাতের খাবার সরবরাহ করা হয়। আগামীকাল হতে জেলা বিএমএ এর উদ্যোগে দুপুর ও রাতে হাসপাতালে কর্মরত সকল চিকিৎসকগনকে খাদ্য সরবরাহ করা হবে। এর বাইরেও যদি কোন প্রয়োজন বা সমস্যা হয় তাহলে সাথে সাথে বিএমএ, স্বাচিপ নেতৃবৃন্দকে জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে কক্সবাজার জেলার সকল সরকারি, বেসরকারি চিকিৎসকদের যেকোন সমস্যা আমাদের জানান সকলের সম্মিলিত প্রয়াসই এই মহামারী মোকাবেলার একমাত্র পথ।”

এদিকে সাধারণ চিকিৎসকরা বিএমএর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন৷

নিজস্ব প্রতিবেদক/শেখ লুৎফর রহমান তুষার

Platform:
Related Post