X

কোভিড-১৯ | বিশ্বের প্রথম ভ্যাক্সিন নিলেন ৯০ বছর বয়সী মার্গারেট ক্যানান

প্ল্যাটফর্ম নিউজ, ০৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার

ক্লিনিকাল ট্রায়ালের বাইরে বিশ্বে এই প্রথম কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদান শুরু হয়েছে যুক্তরাজ্যে আজ। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে এই ভ্যাক্সিন গ্রহণ করেছেন ৯০ বছর বয়সী মার্গারেট ক্যানান। তিনি যুক্তরাজ্যের নর্দান আয়ারল্যান্ডের বাসিন্দা।
কয়েক সপ্তাহ পর ৯১ বছর বয়সে পা রাখতে যাওয়া মার্গারেট ক্যানান কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণকে জন্মদিনের সেরা আগাম উপহার বলেছেন।

ছবি: বিশ্বের প্রথম করোনা ভ্যাক্সিন গ্রহণকারী যুক্তরাজ্যের মার্গারেট ক্যানান

বিশ্বের প্রথম দেশ হিসেবে গত ২ ডিসেম্বর ফাইজার-বায়োএনট্যাকের ভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। তারই অংশ হিসেবে আজ থেকে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েসল ও নর্দান আয়ারল্যান্ডের নির্দিষ্ট হাসপাতালসমূহে ভ্যাক্সিন প্রদান কার্যক্রম চলবে।

Firdaus Alam:
Related Post