X

কোভিড-১৯: বিভিন্ন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান

প্ল্যাটফর্ম নিউজ, ১১ জুন, ২০২০, বৃহস্পতিবার

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। এই রিপোর্ট লেখা কালীন সময়ে বাংলাদেশে কোভিড-১৯ মহামারির ৯৫ তম দিন চলমান। শনাক্ত ছাড়িয়েছে ৭৪,০০০ আর মৃত্যু হাজারের ঘর ছুঁয়েছে। এই মহামারির বিভিন্ন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কী তা জেনে নেয়া যাক।

মোট শনাক্ত:
বাংলাদেশে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৪,৮৫৬ জন এবং শনাক্ত সংখ্যার হিসেবে বাংলাদেশের অবস্থান ১৯ তম। এ সূচকে সর্বোচ্চ ২,০৪৯,১২১ জন শনাক্ত রোগী নিয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার পরেই অবস্থান যথাক্রমে ব্রাজিল ও রাশিয়ার।

মোট মৃত্যু:
এ সূচকে বাংলাদেশের অবস্থান ৩২ তম, এ পর্যন্ত নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১০১২ জন। সর্বোচ্চ ১১৪,২৭৩ মৃত্যু নিয়ে এই সূচকেও শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ২য় ও ৩য় অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য ও ব্রাজিল।

মোট সুস্থ:
সুস্থতার সূচকে বাংলাদেশের অবস্থান ৩০ তম। এ পর্যন্ত প্রায় ১৫,৯০০ রোগী কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এ সূচকে সর্বোচ্চ ৭৮৮,৯৬৭ জন রোগীর সুস্থ্যতা নিশ্চিত করে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার পরই অবস্থান ব্রাজিল ও রাশিয়ার।

ওয়ার্ল্ডমিটার থেকে সংগৃহীত এই তথ‌্য প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ওঠা নামা হচ্ছে সূচকে অবস্থান। শনাক্ত ও মৃত্যুর সূচকে উপরের অবস্থান যেমন শংকা বাড়াচ্ছে তেমনি সুস্থতার সূচকের ঊর্ধ্বমুখীতা আশার বাণী শুনাচ্ছে। তাই সকলের স্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্ক ও সচেতন হওয়া অত্যাবশ্যকীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, সতর্কতা ও সচেতনতা এই মহামারী মোকাবিলার একমাত্র হাতিয়ার।

Md. Nafiul Islam:
Related Post