X

কোভিড-১৯ পরিস্থিতিতে এস এস সি পরীক্ষার ফলাফল প্রত্যাশী পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা

প্ল্যাটফর্ম নিউজ, ২০ মে, ২০২০, বুধবার

কোভিড- ১৯ পরিস্থিতির কারণে গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া এস এস সি পরীক্ষার ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে এবছর এস এস সি ফলাফল শুধুমাত্র অনলাইন ও মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা হতে প্রকাশিত এক নির্দেশনায় জানানো হয়, এসএসসি পরীক্ষা-২০২০ এর ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষা কেন্দ্রে কোনো প্রকার ফলাফল প্রেরণ করা হবে না। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের লক্ষ্যে ফল প্রত্যাশী পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হতেও নিষেধ করা হয়েছে।

পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানতে পারবে।এক্ষেত্রে ফলাফল পেতে ইচ্ছুক পরীক্ষার্থীদের মোবাইল নম্বর প্রি রেজিস্ট্রেশনের জন্য বলা হয়েছে।
প্রি রেজিস্ট্রশনের জন্যে ফলাফল প্রকাশের পূর্বেই
SSC First 3 Letter of Board(ex- DHA)SSC Roll Year টাইপ করে 16222 নাম্বারে পাঠাতে হবে।
ফল প্রকাশের সাথে সাথেই প্রি রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।

এছাড়াও স্ব স্ব শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

নিজস্ব প্রতিবেদক
ফিরদাউস আলম

হৃদিতা রোশনী:
Related Post