X

কোভিড-১৯ এ প্রথম শহীদ চিকিৎসক ডা. মঈন উদ্দিনের নামে দিনাজপুরে স্কুল ভবনের নামকরণ

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ মে ২০২০, রবিবার:

গত ১৫ এপ্রিল ২০২০ কোভিড-১৯ আক্রান্ত হয়ে দেশের প্রথম চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। করোনা আক্রান্ত হয়ে জীবন উৎসর্গকারী ডা. মঈন উদ্দীনের স্মরণে দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুল ভবনের নামকরণ করা হয়েছে।

গত ১৬ মে শনিবার উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের এই নামকরণ করা হয়। মোবাইল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডা. মঈন উদ্দীনের নামে নামকরণকৃত ভবনটির উদ্বোধন করেন এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম পি। অনুষ্ঠানে বক্তারা বলেন,

“করোনাযুদ্ধে প্রাণদান করা গরীবের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. মঈন উদ্দীনের আত্মত্যাগের কথা নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে তার নামে স্কুল ভবনের নামকরণ করা হলো”

প্রসঙ্গত, দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় ৮০০ জনের বেশি।

নিজস্ব প্রতিবেদক/ফিরদাউস আলম

Platform:
Related Post