X

কিশোরগঞ্জে রিকশাচালকদের পাশে মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ২ আগস্ট, ২০২০

দূর্যোগকালীন সময়ে সবসময়ই মেডিসিন ক্লাব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। মানুষের সেবায় সবসময় নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে “আর্তের সেবায় আমরা একটি পরিবার” নীতিতে বিশ্বাসী এই সংগঠনটি।

মেডিসিন ক্লাব- মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

রিকশাওয়ালা- সমাজের এই অসহায় অংশটির জন্য ঈদ আলাদা কিছু নয়। অন্য দশটি-পাঁচটি দিনের মতোই একটি দিন। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিট।

গত শুক্রবার (৩১ জুলাই) জুম্মার নামাজের আগে মেডিসিন ক্লাব, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ৫০ জন রিক্সাচালকদের প্রত্যেককে ১টি করে গেঞ্জি, গামছা ও মাস্ক প্রদান করা হয়।

সীমিত সামর্থ্যের মধ্যেই মেডিসিনিয়ানরা চেষ্টা করেছেন কিছুটা হলেও ঈদের আনন্দ তাদের মাঝে ছড়িয়ে দিতে, তাদের মুখে হাসি ফুটাতে।

অংকন বনিক:
Related Post