X

করোনা হাসপাতাল থেকে ২ | জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির কাছে খোলা চিঠি

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ জুন, ২০২০, বুধবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

যেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনটা বাংলাদেশ তথা বিশ্বজুড়ে নতুন৷ চিকিৎসক, বিজ্ঞানী, রাষ্ট্র নায়ক, সমাজচিন্তক কাউকেই আগে ভাবার সুযোগ দেয়নি৷ আমরা চিকিৎসকরা যে দুটো দেশের বই পড়ে চিকিৎসাবিজ্ঞান শিখি সেই যুক্তরাজ্য ও আমেরিকা যুক্তরাষ্ট্রের অবস্থা সবচেয়ে শোচনীয় ৷

সিডরের আগেও আমরা কম বেশি প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছি৷ এই মহামারী সবার মধ্যে কিছুটা জানা আর অশিকাংশই অজানা ভয় ঢুকিয়ে দিয়েছে৷ পত্র পত্রিকা, রেডিও টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগামহীন কুমন্তব্য করা ও বিপরীতে সরকারের পক্ষ থেকে দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন, প্রথমদিকে একদম গুরুত্ব না দেওয়ার কারণে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে৷

সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের মধ্যে আতংক বিরাজ করছে৷ আমরা আমাদের ছাত্রছাত্রীদের আতঙ্ক পড়াই৷ এটা খুব খারাপ জিনিস ৷

করোনা পজিটিভ হলেই রোগী ভাবতে শুরু করে – এই বুঝি শেষ! সাইকোলজিকাল শ্বাসকষ্ট শুরু হয়ে যায়৷ রোগী হালকা গলা ব্যথা বা নাক বন্ধকেই বিশাল কিছু ধরে নিয়ে নিজে নিজেই খারাপ অবস্থাকে আমন্ত্রণ করে৷ এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে – এক্ষেত্রে যিনি রোগী, তার লাভ থেকে ক্ষতিটাই বেশি৷

তাই, আমি আমাদের জাতীয় পর্যায়ের টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ করবোঃ

  • সশরীরে কোভিড হাসপাতাল ভিজিট করুন, পরিচালকদের সাথে সাক্ষাতে কথা বলুন। তাদের মতামত ও পরামর্শগুলো বাস্তবতার নিরিখে প্রয়োগ করুন।
  • কোভিড রোগীদের কাছে যান, তাদের সাথে কথা বলুন।
  • কোভিড আক্রান্ত রোগীর আত্মীয়দের অভয় দিন – একটা সরস মানবিক হাসি বিনিময় করুন, যেখানে রোগী ও পার্টি দায়িত্বশীল বাংলাদেশ দেখতে পাবে৷ তারা আস্থা পাবে। মরণেও তাদের রবে তৃপ্তি৷
  • সারাদিন টেলিভিশনে ইতিবাচক খবর বেশি পরিবেশন করুন৷ সাধারণ মানুষকে মেন্টালি বুস্ট করুন, কোভিড রোগীর পরিণতি বিজ্ঞানভিত্তিকভাবে তুলে ধরুন ৷
  • অক্সিজেনসহ প্রাথমিক চিকিৎসা উপজেলা পর্যায়ে নিশ্চিত করুন ৷

মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকেও হাসপাতাল ভিজিট করতে হবে ৷ দেখবেন, মানুষের মাঝে অহেতুক ভয় থাকবে না, আস্থা ফিরে আসবে৷

বরিশালে আমার এক বছরের ছোট ডা. এমদাদ উল্লাহ খানের মৃত্যু সংবাদ পেলাম, যে নিজে আদর্শিক এক মহৎ প্রাণ৷ তার বড় অন্য দুইভাই এর একজন কার্ডিওলোজিস্ট, অন্যজন ডেন্টাল সার্জন৷ অন্য আরেক ভাইও ডাক্তার – কোথা থেকে পাশ করেছে জানি না৷

বাউফল পটুয়াখালীর একটা উপজেলা, যেখানে বাংলাদেশের শিক্ষিতের হার সবচেয়ে বেশি৷ আমি হাসপাতালের বেডে এই ডেথ নিউজ দিচ্ছি৷ জানি না- আল্লাহ আমার কপালে কি রেখেছেন! যখন আব্দুল্লাহ ভাইকে কল করে ঢাকা নিয়ে আসতে বললাম ততক্ষনে সব শেষ! আল্লাহ এমদাদের সকল ভালো কাজকে কবুল করুন, তাকে জান্নাতবাসী করুন।

Subha Jamil Subah:
Related Post